ক্যারিবিয়ান দীপপুঞ্জে কীভাবে বোলিং করতে হয় জানা আছে: সাকিব

ছবি: সাকিব আল হাসান, ফাইল ফটো

ব্যাট হাতে সাকিব করেন ৩৭ বলে অপরাজিত ৫৮ রান। তার ইনিংসেই ভর করে দল তোলে ১৬৫ রানের সম্মানজনক সংগ্রহ। এরপর বল হাতে নিয়েও সমান কার্যকর ছিলেন তিনি। চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে তুলে নেন চারটি উইকেট।
‘সাকিবরা জানে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়’
৩ ঘন্টা আগে
এই অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদেই ম্যাচ সেরার পুরস্কার উঠেছে সাকিবের হাতে। পুরস্কারস্বরূপ পেয়েছেন এক হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২২ হাজার টাকা।
পুরস্কার গ্রহণের পর সাকিব বলেন, '২০০৭ থেকে ক্যারিবিয়ান দীপপুঞ্জে আমি অনেকবারই এসেছি। এটা আমার কাছে দ্বিতীয় বাড়ির মতো। আমি এখানকার কন্ডিশন বেশ ভালোভাবেই জানি। আমি জানি এখানে কেমন বল করতে হয়। বিশেষ করে অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে আগে খেলাটা আমাকে বিশেষভাবে সাহায্য করেছে। অবশ্যই দলকে ব্যাটে বলে সাহায্য করতে পেরে আমার বেশ ভালো লাগছে।'

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে দুবাইয়ের দাপুটে জয়
১০ জুলাই ২৫
'ব্যাটে রান এবং বল হাতে উইকেট, দুটোই আমার কাছে গুরুত্বপূর্ন। ইনিংসে আমরা দ্রুত কিছু উইকেট হারাই, আমাদের একটি জুটির দরকার ছিলো। ভাগ্যক্রমে আমরা ১৬০ রানের সংগ্রহ পাই। আপনারা জানেন এই উইকেটে ১৬০ রান জয়ের জন্য যথেষ্ট।'
দুবাই ক্যাপিটালসের হয়ে খেলার কথাই ছিল না সাকিবের। ইনজুরির কারণে কেশব মহারাজ ছিটকে গেলে শেষ মুহূর্তে সাকিবকে ডাকা হয় স্কোয়াডে।
সাকিব আরো বলেন, 'দুবাইয়ের হয়ে খেলার জন্য শেষ মুহূর্তে ডাক পাই আমি। তাদের একজন ক্রিকেটার ইনজুরির কারণে ছিটকে যায়, তার জায়গা আমাকে পূরণ করতে হয়েছে। ভাগ্যক্রমে আমি আসি এবং দুবাই ক্যাপিটালসের একজন হয়ে যাই।'
১১ জুলাই রাত ৮ টায় আবারও মাঠে নামবে সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালস। এবার তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার শক্তিশালী দল হোবার্ট হারিক্যান্স। প্রথম ম্যাচে পাওয়া জয় বাকি ম্যাচগুলোতে অনুপ্রেরণা যোগাবে এমনটাই মনে করেন সাকিব।