রুতুরাজের বদলি ১৭ বছর বয়সী আয়ুষ

ফ্র্যাঞ্চাইজি লিগ
রুতুরাজের বদলি ১৭ বছর বয়সী আয়ুষ
রুতুরাজের বদলি ১৭ বছর বয়সী আয়ুষ মাত্রে
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সময়টা একেবারেই ভালো যাচ্ছে না চেন্নাই সুপার কিংসের। ইতোমধ্যেই ছয়টি ম্যাচ খেলেছে তারা, হেরেছে টানা পাঁচটি ম্যাচ। এর মধ্যে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় চোট পেয়ে ছিটকে গেছেন। তার বদলি হিসেবে মুম্বাইয়ের রাজ্য দলের এক ওপেনারকে দলে ভিড়িয়েছে চেন্নাই।

আগামী ২০ এপ্রিল (রবিবার) মুম্বাইয়ের বিপক্ষে তাদের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলবে চেন্নাই। ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকবাজ়’-এর খবর সেই ম্যাচের আগে চেন্নাই দলের সঙ্গে যোগ দেবেন ওপেনার আয়ুষ মাত্রে।

মুম্বাইয়ের রাজ্য দলের ক্রিকেটার আয়ুষ। ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলে বড় হয়েছেন ১৭ বছর বয়সী এই ক্রিকেটার। এই মাঠ ভালোভাবেই চেনেন তিনি। সেই সুযোগ কাজে লাগাতে মুখিয়ে আছে পাঁচবারের শিরোপাজয়ী দল চেন্নাই সুপার কিংস।

রুতুরাজ ছিটকে যাওয়ার পর বেশ কয়েকজন ক্রিকেটারকে পরখ করতে ডেকেছিল চেন্নাই। তার মধ্যে ছিলেন আয়ুষ। তিনি ছাড়া গুজরাতের উর্বিল প্যাটেল এবং উত্তরপ্রদেশের সলোমন নিজ়ারকেও ডাকা হয়েছিল।

ভারতের হারিয়ে যাওয়া ওপেনার পৃথ্বী শ’য়ের নামও শোনা গিয়েছিল রুতুরাজের বদলি হিসেবে। তবে তাকে ক্যাম্পে ডাকেনি চেন্নাই। কয়েকজন ক্রিকেটারের মাঝ থেকে আয়ুষকে বেছে নেয় চেন্নাই। নিলামে তার ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ টাকা।

নিয়ম অনুযায়ী সেই টাকাতেই দলে ভেড়ানো হয়েছে আয়ুষকে। গত বছর মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়েছে আয়ুষের। রঞ্জি ট্রফিতে দু’টি শতরান করেছেন তিনি। ৫০ ওভারের ক্রিকেটেও জোড়া শতরান করেছেন তিনি। মুম্বাইয়ের হয়ে তার শেষ লিস্ট-এ ম্যাচে সৌরাষ্ট্রের বিপক্ষে ১৪৮ রানের ইনিংস খেলেন আয়ুষ।

আরো পড়ুন: আয়ুষ মাত্রে