promotional_ad

বুমরাহর ফেরার খবর জানিয়ে মুম্বাই বলল, 'লায়ন ইজ ব্যাক'

মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে জসপ্রিত বুমরাহ
চোটের কারণে আইপিএলের শুরু থেকে খেলতে পারেননি জসপ্রিত বুমরাহ। এই পেসারকে ছাড়া বেশ বাজে সময় কাটাচ্ছে মুম্বাই। সোমবার ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে হার্দিক পান্ডিয়ার দল। যদিও এই ম্যাচ দিয়ে বুমরাহর ফেরার সম্ভাবনা ক্ষীণ।

promotional_ad

পরের ম্যাচের আগে পাঁচ দিনের বিরতি আছে মুম্বাইয়ের। আগামী রোববার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরতে পারেন তিনি। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফর থেকে ফেরার পর থেকেই চোটের কারণে সবধরনের ক্রিকেট থেকে বিরতিতে বুমরাহ। তাকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছে ভারত।


আরো পড়ুন

বুমরাহর তাণ্ডবে লক্ষ্ণৌকে উড়িয়ে দিয়ে প্লে অফের দৌড়ে মুম্বাই

২৭ এপ্রিল ২৫
উইকেট নেয়ার পর জসপ্রিত বুমরাহ, আইপিএল

এবার ইনজুরি কাটিয়ে মুম্বাইয়ের ক্যাম্পে যোগ দিয়েছেন এই পেসার। তার ফেরার খবর ঘটা করে জানিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে। সেই ভিডিওতে হাজির হয়েছিলেন বুমরাহর স্ত্রী সানজানা গানেশান ও সন্তান আঙ্গাদ।


promotional_ad

ভিডিওতে সানজানাকে বলতে শোনা যায়, ‘আঙ্গাদ, একটা গল্প শোনাই তোমাকে। একটি ছানা ছিল, ২০১৩ সালে যে প্রবেশ করে এক জঙ্গলে। রান, ছক্কা আর বাউন্ডারিতে পরিপূর্ণ এক জঙ্গল। যেখনে সবাই ছিল ভীত, সেখানে সে দেখাল সাহস। বছরের পর বছর অনেক যুদ্ধে লড়াই করল সে।'


আরো পড়ুন

আইপিএল শেষ ম্যাক্সওয়েলের

৫৬ মিনিট আগে
বিসিসিআই

'টিকে থাকার জন্য লড়াই করল, মর্যাদার জন্য লড়াই করল। সে জিতেছে, সে হেরেছে। কিন্তু কখনও হাল ছাড়েনি। এই লড়াইগুলো তার ভেতর আঁচড় কেটে গেছে। কিন্তু তাকে থামাতে পারেনি। একসময়ের সেই ছানা এখন এক সিংহ। দা লায়ন ইজ ব্যাক। ফিরে এসেছে জঙ্গলের রাজা হতে, আবার…।'


২০১৩ সালে আইপিএলে খেলা শুরুর পর থেকেই মুম্বাই ইন্ডিয়ান্সের ঘরে ছেলে হয়ে উঠেছেন বুমরাহ। দলটির হয়ে ১৩৩ ম্যাচে ১৬৫ উইকেট শিকার করেছেন তিনি। এবারের আইপিএলে বুমরাহর শূন্যতা বেশ ভালোভাবেই টের পাচ্ছে মুম্বাই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball