ট্রফি নিয়ে বরিশালে যাবেন তামিমরা

ফ্র্যাঞ্চাইজি লিগ
ট্রফি নিয়ে বরিশালে যাবেন তামিমরা
শিরোপা নেয়ার মুহূর্তে তামিম, হৃদয়, শান্ত ও রিশাদ, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বিপিএলের গত আসরেও শিরোপা ঘরে তুলেছিল ফরচুন বরিশাল। সেবার ফাইনাল জেতার পর তাদের বরিশালে যাওয়ার কথা ছিল। তবে বিভিন্ন কারণে সেটা আর সম্ভব হয়নি। এবার আরেকটি শিরোপা জিতে নিয়েছে দলটি। এবার আর দেরি নয়। দুদিন পরই বরিশালে যাওয়ার ঘোষণা দিয়েছে বিপিএলের চ্যাম্পিয়নরা।

বরিশালের ক্রিকেট ভক্তদের অনেক দিনের স্বপ্ন তাদের দলের তারকাদের সামনে থেকে দেখবেন তারা। এবার সেই স্বপ্নই সত্যি হতে চলেছে। বরিশাল অধিনায়ক তামিম জানিয়েছেন রবিবার অর্থাৎ ৯ ফেব্রুয়ারি তারা বরিশালে যাচ্ছে।

চিটাগং কিংসকে ফাইনালে হারিয়ে ভক্ত-সমর্থকদের মনের আকুতি পূরণ করার বার্তা দিলেন তামিম ইকবাল। অধিনায়ক জানিয়ে দিলেন, রোববার ট্রফি নিয়ে বরিশাল যাবেন তারা। 

তামিম বলেছেন, 'আমরা গতবার (বিপিএল) জেতার পর বরিশাল আসতে পারিনি। এখন পর্যন্ত আমরা ঠিক করেছি, ৯ তারিখে আসব (বরিশাল)। আশা করি, বরিশালে যারা আছেন সবাই থাকবেন আমাদের স্বাগত জানানোর জন্য। সব যদি ঠিক থাকে, এই ৯ তারিখে আপনারা আমাদের কাপসহ দেখতে পারবেন।'

সাধারণত বিপিএলের বেশিরভাগ ম্যাচ হয় ঢাকাতেই। এর বাইরে সিলেট ও চিটাগংয়ে হয় বিপিএলের ম্যাচ। ফলে বরিশালের অনেক দর্শকই মাঠে বসে প্রিয় দলের খেলা দেখা থেকে বঞ্চিত হন। এবার তাদের কথা ভেবেই বরিশালে যাচ্ছেন তামিমরা।

শিরোপা জিতে কর্নধার মিজানুর রহমানকে ধন্যবাদ দিতে ভোলেননি তামিম। তিনি বলেছেন, 'অবিশ্বাস্য (আবার জিতলাম)। আমি মালিককে ধন্যবাদ দিব। উনি দুর্দান্ত ছিলেন, আমি যা করতে চেয়েছি তিনি তা করতে দিয়েছেন। কে খেলবে, কে খেলবে না তা নিয়ে হস্তক্ষেপ করেননি। আমাকে স্বাধীনতা দিয়েছেন যেটা আমি চেয়েছি। হারলেও কিছু বলেননি।'

দলের ক্রিকেটারদের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে তামিম বলেছেন, 'আমাদের দল অভিজ্ঞতায় ভরপুর ছিলো। আমার রিশাদ, হৃদয়, শান্তদের মতন তরুণরা ছিলো। আরিফুল হকের মতন তরুণকে খেলাতে পারিনি এজন্য আমি হতাশ। খেললে আমরা বড় আরেক তারকা দেখতাম।'

আরো পড়ুন: তামিম ইকবাল