বাইরের ব্যাপারগুলো মাঠের ভেতরে প্রভাব ফেলে: আকবর

ফ্র্যাঞ্চাইজি লিগ
বাইরের ব্যাপারগুলো মাঠের ভেতরে প্রভাব ফেলে: আকবর
গণমাধ্যমে কথা বলছেন আকবর আলী, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
মাঠে এবং মাঠের বাইরে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আলোচিত দল দুর্বার রাজশাহী। মাঠের ভেতরে একেবারেই মানসম্পন্ন হচ্ছে না দলটির পারফরম্যান্স। বাইরের বিভিন্ন ইস্যুর কারণে মাঠের পারফরম্যান্স ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজশাহীর, এমনটা মনে করছেন দলটির উইকেটরক্ষক আকবর আলী।

বেতন সংক্রান্ত জটিলতা ও এটিকে কেন্দ্র করে ক্রিকেটারদের অনুশীলন বর্জনের ঘোষণা এবং মাঠের 'অখ্যাত' বিদেশি ক্রিকেটার থেকে শুরু করে দলীয় পারফরম্যান্স- সবকিছুতেই আলোচনায় আছে রাজশাহী। শেষ ম্যাচে এই দলটি আলোচনায় আসে নেতৃত্ব পরিবর্তন নিয়ে।

তার আগের ম্যাচে সেঞ্চুরি পাওয়া নিয়মিত অধিনায়ক এনামুল হক বিজয়কে সরিয়ে নতুনভাবে নেতৃত্ব দেয়া হয় তাসকিন আহমেদকে। যদিও পারফরম্যান্সে পরিবর্তন আসেনি একটুও। তাসকিন অধিনায়কত্ব পাওয়ার পরে চিটাগং কিংসের বিপক্ষে মাত্র ৮০ রানে অলআউট হয়েছে দলটি।

দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করে আকবর বলেন, 'সত্যি কথা বলতে একটু তো প্রভাব পড়েই। তবে পেশাদার হিসেবে আমরা যখন মাঠে নামি তখন আমাদের লক্ষ্য থাকে পারফর্ম করা। টিম হিসেবে এবার আমরা ভালো করতে পারিনি। অবশ্যই কিছু বিষয় রয়েছে যেগুলো মানসিকভাবে আমাদের বিরক্ত করে। সবসময় মাঠের বাইরের ব্যাপারগুলো মাঠের ভেতরে প্রভাব ফেলে। এটাকে আমরা অজুহাত বলব না। আমরা আসলে ভালো খেলতে পারিনি।'

বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে মাত্র তিনটিতে জিতেছে রাজশাহী। দল পারফর্ম না করলেও দারুণ ফর্মে আছেন তাসকিন। এখন পর্যন্ত ৯ ম্যাচে ২০টি উইকেট নিয়েছেন রাজশাহী ফ্র্যাঞ্চাইজির নয়া অধিনায়ক। ৯ ম্যাচে ৪৯.২৮ গড়ে ৩৪৫ রান করেছেন পুরোনো অধিনায়ক বিজয়। তবে বাকিদের পারফরম্যান্স উল্লেখ করার মতো নয়।

আকবর আরও বলেন, 'তাসকিন ভাই আর বিজয় ভাই এখন পর্যন্ত টুর্নামেন্টে আমাদের সর্বোচ্চ উইকেট শিকারি অথবা সর্বোচ্চ রান সংগ্রাহক। তাদের থাকাটা আমাদের দলে অনেক বড় প্লাস পয়েন্ট। আমার মনে হয় অন্যান্যরা যদি একটু সাপোর্ট করে তাদের তাহলে হয়ত আমরা ম্যাচ জিততে পারব।'

পয়েন্ট টেবিলেও ভালো অবস্থানে নেই রাজশাহী। ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার একদম ছয়ে অবস্থান করছে দলটি। ঢাকা ক্যাপিটালস এবং খুলনা টাইগার্সের পয়েন্ট সমান হলেও নেট রান রেটে একেবারেই পিছিয়ে রাজশাহী। প্লে-অফ নিশ্চিত করতে তাই জয়ের বিকল্প নেই দলটির।

আকবর বলেন, 'আমাদের আসলে এখন হারার কোনো জায়গা নেই। আমাদের প্রতিটা ম্যাচ জিততে হবে, জেতার জন্যই খেলতে হবে। আমার মনে হয় না অন্য কোনো চিন্তা মাথায় থাকা উচিত। আমাদের শুধু একটা চিন্তা নিয়েই মাঠে নামতে হবে যে এই ম্যাচ জিততে হবে।'

আরো পড়ুন: আকবর আলী