পিএসএলের জন্য স্মিথ-উইলিয়ামসনকে রাজী করানোর চেষ্টায় পিসিবি

পিএসএল
পিএসএলের জন্য স্মিথ-উইলিয়ামসনকে রাজী করানোর চেষ্টায় পিসিবি
একটা সময় আইপিএলে নিয়মিত খেললেও এখন ব্রাত্য কেন উইলিয়ামসন (বামে), স্টিভ স্মিথ (ডানে), ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
২০১৫ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেক হয় কেন উইলিয়ামসনের। ২০১৬ সালের চ্যাম্পিয়নদের হয়ে টানা ৮ বছর খেলেছেন নিউজিল্যান্ডের এই ব্যাটার। সবশেষ আইপিএলে উইলিয়ামসন খেলেছেন গুজরাট টাইটান্সের হয়ে। যদিও চোটের কারণে সেভাবে খেলার সুযোগ হয়ে উঠেনি তাঁর।

বয়সের সঙ্গে পারফরম্যান্সের ধার কমায় ২০২৫ আইপিএলের মেগা নিলামে উইলিয়ামসনকে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। দিল্লি ক্যাপিটালস, রাইজিং পুনে সুপার জায়ান্টস, রাজস্থান রয়্যালস, পুনে ওয়ারিয়র্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্সে বেঙ্গালুরুর হয়ে খেলা স্টিভ স্মিথ আইপিএলে দল পাচ্ছেন না বেশ কয়েক বছর ধরেই। এবারও তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কেউ। 

চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে ফেব্রুয়ারি-মার্চের পরিবর্তে চলতি বছরের এপ্রিল-মে মাসে হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে। আইপিএলে দল না পাওয়া উইলিয়ামসন ও স্মিথকে পিএসএলে খেলানোর চেষ্টা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিএসএলের প্লেয়ার্স ড্রাফটের জন্য নিবন্ধন করেছেন ১৯ দেশের ৫১০ জন বিদেশি ক্রিকেটার। সেই তালিকায় রাখা হয়েছে তাদের দুজনকে।

যদিও পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পিএসএল খেলার আমন্ত্রণে রাজী হয়নি স্মিথ ও উইলিয়ামসন। তবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ‍দুই তারকা ক্রিকেটারকে রাজী করাতে জোর চেষ্টা চালাচ্ছে পিসিবি। তারা দুজন এখন পর্যন্ত রাজী না হলেও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে নাম দিয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার।

প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, কুপার কোনোলি, ম্যাথু শর্ট, রাইলি মেরিডিথ, শন অ্যাবট, উইলিয়াম সাদারল্যান্ড, মার্ক স্টিকেটি, অ্যাস্টন অ্যাগার, ড্যানিয়েল স্যামস, ক্রিস লিন, ময়সেস হেনরিক্স, অ্যাস্টন টার্নার, অ্যালেক্স ক্যারি, জশ ফিলিপ ও তানভীর সাঙ্গার মতো ক্রিকেটাররা।

নিউজিল্যান্ডের ক্রিকেটারদের মাঝে প্লেয়ার্স ড্রাফটে আছেন ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, জিমি নিশাম, অ্যাডাম মিলনে, টিম সাউদি, মাইকেল ব্রেসওয়েল, মার্টিন গাপটিল, এজাজ প্যাটেল, কলিন গ্র্যান্ডহোম এবং ইশ সোধি। আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএলের প্লেয়ার্স ড্রাফট।

এর আগে ছয়টি ফ্র্যাঞ্চাইজিই রিটেইন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে। যেখানে ৮ জন করে ক্রিকেটার রিটেইন করেছেন ইসলামাবাদ ইউনাইটেড, কোয়েটা গ্লাডিয়েটর্স এবং লাহোর কালান্দার্স। এ ছাড়া করাচি কিংস, মুলতান সুলতানস, পেশাওয়ার জালমি ৭ জন করে ক্রিকেটার রিটেইন করেছে।

আরো পড়ুন: কেন উইলিয়ামসন