চার ক্রিকেটারকে দলে নিতে পারে চেন্নাই

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এর ইতিহাসে অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। কিন্তু রেকর্ড তিন বারের চ্যাম্পিয়ন দলটি এবারের আসরে নিজেদের তেমন মেলে ধরতে পারছে না। তাই টুর্নামেন্টের মাঝপথেই মধ্য মৌসুমের দলবদলে ৪জন নতুন খেলোয়াড়কে দলে অন্তভূক্ত করতে চাইছে তারা।
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দলটির প্রধান সমস্যা মিডল অর্ডারে। টপ অর্ডারে ফাফ ডু প্লেসিস,শেন ওয়াটসন,আম্বাতি রাইডু ভালো ফর্মে আছেন। কিন্তু ধোনি সহ মিডল অর্ডারের ব্যাটসম্যানদের অবস্থা অনেকটাই নাজুক।
বারংবার রান তাড়া করতে গিয়ে মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় জয়ের কাছে এসেও হেরে যাচ্ছে চেন্নাই। তাই দলটির প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং ও অধিনায়ক ধোনি ভারতীয় এমন কিছু খেলোয়াড়দের দলে রাখতে চাইছেন যারা শুধু এই মৌসুমেই নয় আগামী ২০২১ মৌসুমেও দলের মিডল অর্ডারে আস্থার প্রতীক হয়ে উঠতে পারেন। এই চারজন ক্রিকেটারের মধ্যে রয়েছেন আজিঙ্কা রাহানে, পার্থিব প্যাটেল, বিরাট সিং এবং দীপক হুদা।

১।আজিঙ্কা রাহানে: এবারের আসরে রাহানেকে রাজস্থান রয়্যালস থেকে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। তবে দলটির সেরা একাদশের ব্যাটসম্যানরা ব্যাটিংয়ে ভাল ফর্মে থাকায় ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না তিনি। স্পিন বলের বিপক্ষে দারুণ একজন ব্যাটসম্যান রাহানে। একই সঙ্গে ফিল্ডিংয়েও অসাধারণ পারফরম্যান্স করেন তিনি। আইপিএলে তাঁর স্ট্রাইক রেট ১২১.৯৩। তাই মিডল অর্ডারে চেন্নাইয়ের জন্য একজন ভালো সমাধান হতে পারেন রাহানে।
২।পার্থিব প্যাটেল: উদীয়মান ক্রিকেটার দেবদূত পাডিকালের ধারাবাহিক ভালো ব্যাটিংয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের হয়ে সুযোগ হচ্ছে না পার্থিবের। তবে উইকেটরক্ষক এই ব্যাটসম্যান ওপেনিংয়ে নেমে দলের পক্ষে ভালো ব্যাটিং করতে পারেন। চেন্নাই তাঁকে ওপেনিংয়ের জন্য বিবেচনা করতে পারে। সেক্ষেত্রে ডু প্লেসি ও রাইডুকে ব্যাটিং অর্ডারের তিন এবং চার নম্বরে খেলতে হতে পারে।
৩। বিরাট সিং: ঝাড়খন্ডের এই উদীয়মান মিডল অর্ডার ব্যাটসম্যানকে আইপিএলের এবারের আসরে দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ভারতের অনুর্ধ-১৯ দলের অধিনায়ক প্রিয়াম গার্গ ও অলরাউন্ডার আব্দুস সামাদ থাকায় এখনো হায়দরাবাদের সেরা একাদশে জায়গা হয়নি বিরাটের। বয়স এবং পারফরম্যান্স বিবেচনায় পরবর্তী মৌসুমগুলোর জন্য এই তরুণ ব্যাটসম্যানকে মিডল অর্ডারের জন্য বিবেচনা করতে পারে চেন্নাই। কেননা দলটির মিডল অর্ডারের অধিকাংশ ব্যাটসম্যানের বয়স ৩০ বছরের ঊর্ধ্বে।
৪। দীপক হুদা: চলতি আইপিএল মৌসুমে ৫০ লাখ রুপিতে কিংস ইলেভেন পাঞ্জাব দীপক হুদাকে দলে নিলেও লোকেশ রাহুলরা ভাল ফর্মে থাকায় এই ডানহাতি ব্যাটসম্যানের সুযোগ হচ্ছে না। এখন পর্যন্ত আইপিএলে ৬১ টি ম্যাচ খেলে ১২৭.১৮ গড়ে ৫২৪ রান সংগ্রহ করেন তিনি।
বিগত বছরগুলোতে আইপিএলে মধ্য মৌসুমের দলবদলের সুযোগ না থাকলেও এই মৌসুমে দলগুলো অভিষেক হয়েছে এমন খেলোয়াড়দের দল ভেড়ানোর সুযোগ থাকছে। সেক্ষেত্রে চেন্নাই মিডল অর্ডারের জন্য অবশ্যই উল্লেখিত চার ব্যাটসম্যানকে দলে নিতে চাইবে।