জয়ের ধারায় ফিরতে কলকাতার বিপক্ষে মাঠে নামছে দিল্লী

ছবি: ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) হ্যাটট্রি??? জয় তুলে নেয়ার লক্ষ্যে শনিবার দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আট টায়।
১৩তম আসরের শুরুটা দারুণ করে দিল্লী। নিজেদের প্রথম ম্যাচে সুপার ওভারের কল্যাণে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারায় শ্রেয়াস আইয়ারের দল। পরের ম্যাচে ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪৪ রানে হারায় তারা।
তবে তৃতীয় ম্যাচে এসে সানরাইজার্স হায়দরাবাদের কাছে এবারের টুর্নামেন্টের প্রথম হার দেখে দিল্লী। ৩ ম্যাচের ২টিতে জয় লাভ করে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করছে রিকি পন্টিংয়ের কোচিংয়ে থাকা দলটি।

এদিকে এই আসরের শুরুটা অবশ্য ভালো করতে পারেনি কলকাতা। নিজেদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৪৯ রানে হারে দীনেশ কার্তিকের দল। প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ঘুরে দাঁড়ায় তারা।
তারপর তৃতীয় ম্যাচে রাজস্থানকে হারায় তারা। ৩ ম্যাচের ২টিতে জয় লাভ করে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করছে কলকাতা।
দুই দলই দুইটি করে জয় পেয়েছে, যেখানে বড় অবদান রেখেছেন বোলাররা। তাই তো আজকের ম্যাচেও স্পটলাইটে থাকবেন বোলাররা।
জয়ের ধারায় থাকায় একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই কলকাতার।
তবে পরিবর্তন আসতে পারে দিল্লী একাদশে। ইনজুরি থেকে সেরে ওঠায় একাদশে ফিরতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিন ফিরলে একাদশে জায়গা হারাতে পারেন দুই ম্যাচে ২ উইকেট নেওয়া অমিত মিশ্রা।
সম্ভাব্য একাদশ:
দিল্লি ক্যাপিটালস: শিখর ধাওয়ান, পৃথ্বী শো, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), ঋষভ পান্ত, শিমরন হেটমায়ার, মার্কাস স্টয়নিস, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, ইশান্ত শর্মা এবং অনরিচ নর্টজে।
কলকাতা নাইট রাইডার্স: শুভমান গিল, সুনিল নারিন, নিতিশ রানা, দীনেশ কার্তিক (অধিনায়ক ও উইকেটরক্ষক),ইয়ন মরগান, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, শিভাম মভি, কমলেশ নাগারকোটি, কুলদীপ যাদব এবং ভরুন চক্রবর্তী।