promotional_ad

দ্বিতীয় ম্যাচেও ব্রাভোকে পাচ্ছে না চেন্নাই

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


হাঁটুর ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম ম্যাচে খেলতে পারেননি ডোয়াইন ব্রাভো। তবে ক্যারিবিয়ান এই অলরাউন্ডারকে ছাড়াই আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারায় চেন্নাই সুপার কিংস। 


চেন্নাইয়ের কিউই কোচ স্টিভেন ফ্লেমিং জানিয়েছেন ২২ সেপ্টেম্বর রাজস্থান রয়্যালসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও শঙ্কা রয়েছে ব্রাভোকে নিয়ে। সেক্ষেত্রে ইংলিশ অলরাউন্ডার স্যাম কারানের প্রতিই আস্থা রাখবে চেন্নাই টিম ম্যানেজমেন্ট।   


promotional_ad

মুম্বাইয়ের বিপক্ষে ৪ ওভার বোলিং করে ২৮ রান খরচায় এক উইকেট শিকার করেন স্যাম কারান। এছাড়া ব্যাট হাতে দুই ছক্কা এবং এক চারের সাহায্যে মাত্র ছয় বলে ১৮ রানের ক্যামিও ইনিংস খেলেন তিনি। একই সঙ্গে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার। 


কারানের প্রতি আস্থা রেখে ফ্লেমিং বলেছেন, 'ডোয়াইন ইনজুরিতে ছিল, সেকারণে প্রথম দুই ম্যাচে সে খেলতে পারবে না সম্ভবত। তবে স্যামের পারফরম্যান্স বেশ ইতিবাচক। তাঁর ব্যবহারও সংবেদনশীল। আজকে (গত ম্যাচে) তার পারফরম্যান্স দুর্দান্ত ছিল। যদি ডোয়াইন ফিট থাকতো তাহলে স্যাম খেলতে পারতো কিনা ঠিক ছিল না। সে এই সুযোগটি নিয়েছে এবং চাপ সামলে খেলতে পেরেছে।  


আবু ধাবিতে শনিবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দারুণ এক জয় পায় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। ২২ সেপ্টেম্বর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে স্টিভ স্মিথের রাজস্থানের মুখোমুখি হবে ধোনির দল। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball