'বোলার' সাকিব বড় সম্পদঃ মুরলি

ছবি:

আইপিএলের এগারোতম আসরে সাকিব আল হাসানকে সানরাইজার্স হায়দ্রাবাদ বোলিং আক্রমণের বড় সম্পদ হিসেবে বিবেচনা করছেন দলের স্পিন গুরু লঙ্কান লিজেন্ড মুত্তিয়া মুরালিধরন।
ম্যাচের যে কোন অবস্থায় বল হাতে সফল হওয়ার সামর্থ্য আছে এই বাংলাদেশি তারকা অলরাউন্ডারের, এমন বিশ্বাস মুরলির। এবারের মৌসুমে সাকিব আল হাসানের দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতাকেও কাজে লাগাতে মুখিয়ে আছে হায়দ্রাবাদ। মুরলীর বক্তব্য,
'সাকিব বোলার হিসেবে খুবই ধারাবাহিক। সে তার ক্যারিয়ারে অনেক ক্রিকেট খেলেছে। সারা বিশ্বে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছে সে। কলকাতার হয়েও অনেক বছর আইপিএল খেলেছে সে। সাকিব ডেথ ওভার এমনকি ব্যাটিং পাওয়ারপ্লেতেও বল করতে পারে। সুতরাং সাকিব দলের জন্য বড় সম্পদ।'

সাকিব আল হাসানের সাথে হায়দ্রাবাদের স্পিন আক্রমণে রয়েছেন আফগান তরুন রাশিদ খান। লেগ স্পিনার হিসেবে ছোট ফরম্যাটের ক্রিকেট কাঁপানো রাশিদের চাপ কমাতেও বোলার সাকিবকে ব্যবহার করবে হায়দ্রাবাদ।
ব্যাটিং পাওয়ারপ্লেতে সাকিব আল হাসানের স্পিনেই ভরসা রাখতে চাইছে ২০১৬ সালের আইপিএল চ্যাম্পিয়ন হায়দ্রাবাদ। মুরলী বলেছেন,
'আর রাশিদ একজন উইকেট শিকারি বোলার। প্রতিটি দলের একজন উইকেট শিকারি বোলার দরকার। আমরা তাকে এবারের মৌসুমে বেশি ব্যবহার করতে পারব।
গত মৌসুমে আমরা রাশিদকে ব্যাটিং পাওয়ারপ্লেতে ব্যবহার করেছে। এবার সেই কাজটা করার জন্য আমরা সাকিবকে পাচ্ছি। আর রাশিদ মিডেল ওভারে এসে উইকেট তুলতে পারবে।'