আকমল ফিরেছেন, আছেন তামিম

ছবি:

কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের দেয়া ১৪২ রানের লক্ষ্যে ব্যাট করছে পেশোয়ার জালমির দুই ওপেনার তামিম ইকবাল খান ও কামরান আকমল। ইনিংসের প্রথম ওভারেই আনোয়ার আলির বলে বাউন্ডারি খুঁজে নেন দুই ওপেনার।
প্রথম ওভারেই ১১ রান তুলে নিয়ে ভালো সূচনার ইঙ্গিত দেন তামিম-আকমল জুটি। দ্বিতীয় ওভারে ওয়াটসনকে দেখে খেললেও তৃতীয় ওভারে এসে রাহাত আলির বলে ফের হাত খুলে খেলে তামিমরা।
তবে ইনিংসের চতুর্থ ওভারে এসে ধাক্কা খায় পেশোয়ার। ওয়াটসনের বলে ৮ বলে ১০ রান যোগ করে সাজঘরে ফিরে যান আকমল। দলের স্কোর তখন ২৩ রান।

তামিম ১১ রানে খেলছেন।
পেশোয়ার জালমি একাদশ-
তামিম ইকবাল, কামরান আকমল, ড্যারেন স্যামি (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, সাব্বির রহমান, খালিদ উসমান, ডোয়াইন স্মিথ, সামিন গুল, উমেইদ আসিফ, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আসগর।
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স একাদশ-
আসাদ শফিক, শেন ওয়াটসন, উমর আমিন, কেভিন পিটারসেন, মোহাম্মদ নেওয়াজ, সরফরাজ আহমেদ (অধিনায়ক), রাইলি রুশো, জন হেস্টিংস, হাসান খান, আনোয়ার আলি, রাহাত আলি।