ভিন্ন জার্সিতে লড়বে তামিম-মাহমুদুল্লাহ

ছবি:

পিএসএলের তৃতীয় আসরে প্রথমবারের মত একে অপরের বিপক্ষে লড়বে মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল। দিনের একমাত্র ম্যাচে রাত দশটায় মুখোমুখি হবে পেশোয়ার ও কোয়েটা।
আজকের ম্যাচে জয় পেলেই পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে আসবে পেশোয়ার। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে একটিতে জিতেছে পেশোয়ার। অন্যদিকে তিন ম্যাচ খেলে দুইটিতে জয় পেয়েছে কোয়েটা।
পেশোয়ারের বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল তিন ম্যাচ খেলে এখনো ফিফটির দেখা পান নি। তার সর্বোচ্চ স্কোর ৩৯। কোয়েটার বিপক্ষে দলের জয়ে বড় ভূমিকা রাখতে চাইবেন তিনি।

অন্যদিকে গতরাতে ইসলামাবাদের বিপক্ষে নিজের প্রথম ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন মাহমুদুল্লাহ। ব্যাটে বলে দলের জয়ে অবদান রাখার সুযোগ পান নি তিনি। আজকের ম্যাচে নিজেকে চেনানোর সুযোগের খোঁজে থাকবেন এই অলরাউন্ডার।
পেশোয়ার একাদশ সম্ভাব্য একাদশঃ
তামিম ইকবাল, কামরান আকমল, ড্যারেন স্যামি, ডোয়াইন স্মিথ, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, হাম্মাদ আজম, ক্রিস জর্ডান, ওয়াহাব রিয়াজ, ইবতিসাম শেইখ, মোহাম্মদ আজগর।
কোয়েটা গ্লাডিয়েটর্সের সম্ভাব্য একাদশঃ
আসাদ শফিক, শেন ওয়াটসন, উমার আমিন, কেভিন পিটারসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, হাসান খান, আনোয়ার আলী, জফ্রা আর্চার, রাহাত আলী।