ব্যাটসম্যানের পর বোলার আফিফের ঝলক

ছবি:

ব্যাট হাতে দলের বিপদে ৬৮ রানের ইনিংস খেলা আফিফ হাসানে বল হাতেও নিজের সামর্থ্য জানান দিচ্ছেন। ব্রাদার্সের বিপক্ষে ডিপিএলের ম্যাচে মিডেল ওভারে বল করতে এসে উইকেটে জমে যাওয়া জুনায়েদ সিদ্দিকিকে আউট করেছেন তিনি।
শাইনপুকুরের দেয়া ২৮৯ রানের বড় লক্ষ্যে খেলতে নামা ব্রাদার্স ইউনিয়ন শুরুতে মিরাজুরের উইকেট হারালেও সিদ্দিকি ও মাইশুকুরের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছিল। জুটি গড়ে দলের স্কোর একশ ছাড়িয়ে নিয়েছিল বেশ দ্রুতই।
ম্যাচে ফিরতে জুটি ভাঙ্গতেই হত শাইনপুকুরের। ২৬তম ওভারে এসে সেটাই করলেন তরুন আফিফ। অফ স্পিনে বাঁহাতি সিদ্দিকিকে অধিনায়ক শুভাগতর ক্যাচে পরিণত করেন তিনি।

৩১ রান করে দলীয় ১১৫ রানে সাজঘরে ফিরে যান জুনায়েদ। এই প্রতিবেদন লেখার পূর্বে ব্রাদার্স ২৯ ওভারে দুই উইকেটে ১৩৬ রান তুলেছে। ফিফটি হাঁকানো মাইশুকুর দারুন ব্যাটিং করছেন। সঙ্গী হিসেবে আছেন দেবব্রত দাস।
ব্রাদার্স ইউনিয়ন :
ইফতেখার সাজ্জাদ, শাখাওয়াত হোসেন, খালেদ আহমেদ, নাজমুস সাদাত, শুভ, জুনায়েদ সিদ্দিক, মেহেদী হাসান রানা, মিজানুর রহমান মাইশুকুর রাহমান, ইয়াসির আলী, দেবব্রত দস
শাইনপুকুর ক্রিকেট ক্লাব :
সাদমান ইসলাম, সাব্বির হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, শুভাগত হোম, তৌহিদ হৃদয়, উদয় কউল, আফিফ হোসেন, নাঈম ইসলাম জুনিয়র, সুজন হাওলাদার, রায়হান উদ্দিন, মিনহাজ