মাশরাফির জোড়া আঘাত
ছবি:

ব্যাট হাতে লোয়ার অর্ডারে রানের পর বল হাতেও আবাহনীকে উইকেট উপহার দিলেন এখন পর্যন্ত এবারের লীগের সেরা বোলার মাশরাফি বিন মুর্তজা।
মোহামেডানের বিপক্ষে মিরপুরের মাঠে নিজের প্রথম স্পেলেই দুই উইকেট শিকার করেন নিয়েছেন তিনি। মোহামেডানের দুই ইনফর্ম টপ অর্ডার ব্যাটসম্যান রনি তালুকদার ও শামসুর রহমানকে অল্প রানে সাজঘরে পাঠান মাশরাফি।
আবাহনীর দেয়া ২৬০ রানের জবাবে বর্তমানে ব্যাট করছে মোহামেডান। ছয় ওভারে দুই উইকেট হারিয়ে ৩০ রান তুলেছে মতিঝিল পাড়ার দলটি। ক্রিজে আছেন ইরফান শুকুর ও জনি তালুকদার।

আবাহনী লিমিটেড :
এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মানপ্রিত গনি, সানজামুল ইসলাম।
মোহামেডান স্পোর্টিং ক্লাব :
শামসুর রহমান, রনি তালুকদার, জনি তালুকার, ইরফান শুক্কুর, কাজী অনিক ইসলাম, মোহাম্মদ আজিম, রকিবুল হাসান, বিপুল শর্মা, এনামুল হক, তাইজুল ইসলাম, শুভাশিস রায়।