লাহোরের হয়ে একা লড়েছেন মুস্তাফিজ

ছবি:

পিএসএলে বাংলাদেশি তারকাদের সময় ভালো যাচ্ছে না। তামিম ইকবালের পেশোয়ার নিজেদের প্রথম ম্যাচে হারের পর কোয়েটার প্রথম ম্যাচের একাদশে জায়গা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের।
বাংলাদেশি সমর্থকদের চোখ ছিল লাহোর কালান্দার্সের ম্যাচের দিকে। মুস্তাফিজুর রহমান একাদশে ছিলেন এবং বল হাতে দাপট দেখিয়েছেন, কিন্তু বাকি সতীর্থদের ব্যর্থতায় ৪৩ রানের বড় ব্যবধানে হেরেছে তার দল।
মুলতান সুলতান্সের দেয়া ১৮০ রানের বড় পুঁজি তাড়া করতে নেমে ১৩৬ রানে অল আউট হয়েছে লাহোর। টপ অর্ডারে ফখর জামান, সুনিল নারিন, উমর আকমলের পর সোহেল আখতার ভালো শুরু করেও দলকে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারেনি।
যার কারনে ১৮তম ওভারেই সব উইকেট হারিয়ে বসে ম্যাককালামরা। জুনায়েদ খান ও ইমরান তাহির ছিলেন মুলতানের সেরা বোলার। তিনটি করে উইকেট নিয়েছেন এই দুই তারকা। এছাড়া মোহাম্মদ ইরফান ও কাইরন পোলার্ড পেয়েছেন দুটি উইকেট মুলতানকে টানা দুই ম্যাচে জেতাতে সাহায্য করেছে।

এর আগে শুরুতে ব্যাট করা মুলতানের হয়ে ফের রানের দেখা পেয়েছেন গত ম্যাচের নায়ক কুমার সাঙ্গাকারা। ৪৪ বলে ৬৩ রানের ইনিংস খেলেছেন তিনি। আহমেদ শেহজাদ ৩৮ ও অধিনায়ক শোয়েব মালিক ৪৮ রান যোগ করে মুলতানকে বড় স্কোর এনে দিয়েছেন।
লাহোরের বোলারদের মধ্যে ব্যতিক্রম ছিলেন একমাত্র মুস্তাফিজুর রহমান। পিএসএলে নিজের অভিষেক ম্যাচে চার ওভার বল করে মাত্র ২২ রান খরচায় ২ উইকেট নিয়েছেন তিনি। চাপের মুখে শেহজাদ ও সাঙ্গাকারার গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন তিনি।
লাহোর কালান্দার্স একাদশ-
ব্র্যান্ডন ম্যাককালাম (অধিনায়ক), ফখর জামান, উমর আকমল, সুনিল নারিন, ইয়াসির শাহ, ক্যামেরন ডেলপোর্ট, মুস্তাফিজুর রহমান, সোহেল আখতার, আমির ইয়ামিন, রাজা হাসান, শাহেন শাহ আফ্রিদি।
মুলতান সুলতান্স একাদশ-
কুমার সাঙ্গাকারা, আহমেদ শেহজাদ, শোয়েব মাকসুদ, ড্যারেন ব্রাভো, শোয়েব মালিক (অধিনায়ক), কাইরন পোলার্ড, সাইফ বদর, ইমরান তাহির, জুনায়েদ খান, মোহাম্মদ ইরফান, সোহেল তানভির।