ফিল্ডিংয়ে মাহমুদুল্লাহর কোয়েটা

ছবি:

দুবাইতে পাকিস্তান সুপার লীগের দ্বিতীয় ম্যাচে শুক্রবার (২৩ই ফেব্রুয়ারি) বিকেলে (বাংলাদেশ সময় ৫.৩০ মিনিট) মুখোমুখি হবে করাচি কিংস এবং কোয়েটা গ্লাডিয়েটর্স।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশী চ্যানেল গাজী টিভি। এদিকে কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে এই ম্যাচে মাঠে নামতে পারেন বাংলাদেশ দলের স্পিন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ।
পাকিস্তানের নিয়মিত অধিনায়ক সরফরাজ আহমেদের নেতৃত্বে খেলার সম্ভাবনা আছে তার। কেননা পিএসএলের গত আসরেও এই দলের হয়ে মাঠ মাতিয়েছিলেন মাহমুদুল্লাহ।

একাধিক ম্যাচে ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছিলেন গতবার। তাই এবারো তার প্রতি ভরসা রাখতে পারে দলটি। ইতিমধ্যে রিয়ায়দের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে করাচী।
কোয়েটা গ্ল্যাডিয়েটর্সঃ
উমার আমিন, জ্যাসন রয়, কেভিন পিটারসেন, সাদ আলি, আসাদ শফিক, মাহমুদউল্লাহ রিয়াদ/ শেন ওয়াটসন, সরফরাজ আহমেদ (অধিনায়ক), সাদ শাকিল, মোহাম্মদ নওয়াজ, জোফরা আর্চার, আনোয়ার আলি, রাহাত আলি, রশিদ খান।