ভয় দূর করছেন স্মিথ

ছবি:

পাকিস্তান সুপার লীগের (পিএসএল) তৃতীয় আসরের প্রথম ম্যাচে মুলতানের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে তামিম ইকবালের পেশোয়ার। কামরান আকমল ও তামিম ইকবাল পেশোয়ারের হয়ে ইনিংসের সূচনা করেন।
শুরু থেকেই দুই ওপেনার বেশ সতর্ক ব্যাটিং করার চেস্টা করেন। তবে ইনিংসের দ্বিতীয় ওভারে উইকেট হারাতে হয়ে পেশোয়ারকে। মুলতানের বাঁহাতি ফাস্ট বোলার মোহাম্মদ ইরফানের বলে কোন রান যোগ না করেই সাজঘরে ফিরতে হয় অভিজ্ঞ কামরান আকমলকে।
চার বল খেলে দলীয় ৪ রানের সময় আউট হন তিনি। আকমল বিদায় নিলেও তামিম খেলছিলেন স্বাচ্ছন্দ্যে। ইনিংসের শুরুতে বাউন্ডারির খুঁজে নিয়ে বড় স্কোরের আভাস দিচ্ছিলেন তিনি। তবে চতুর্থ ওভারে ফের ইরফানে থামতে হয় তামিমকে।
অফ স্ট্যাম্পের বাইরে শাফল করে পুল শট খেলতে গিয়ে জুনায়েদ খানের হাতে ক্যাচ আউট হন এই টাইগার ওপেনার। ১১ বল খেলা তামিম আউট হওয়ার আগে ১১ রান যোগ করেন।

ব্যাটিং পাওয়ারপ্লেতেই দুই ওপেনারের বিদায়ে রান থমকে যায় পেশোয়ারের। তবে হাফিজ ও ডোয়াইন স্মিথ উইকেটে কিছুটা সময় নিয়ে সহজাত ব্যাটিংয়ের ইঙ্গিত দেন। বিশেষ করে স্মিথ বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন।
তার ব্যাটে ভর করেই ইনিংসের নবম ওভারে ফিফটি পূর্ণ করে পেশোয়ার।
পেশোয়ারঃ
তামিম ইকবাল, কামরান আকমল, ড্যারেন স্যামি, ডোয়াইন স্মিথ, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, হাম্মাদ আজম, ক্রিস জর্ডান, ওয়হাব রিয়াজ, ইবতিসাম শেইখ, মোহাম্মদ আজগর
মুলতানঃ
কুমার সাঙ্গাকারা, আহমেদ শেহজাদ, শোয়েব মালিক, কাইরন পোলার্ড, শোয়েব মাকসুদ, সাইফ বাদার, শোহেল তানবির, হারদস ভিলজয়েন, মোহাম্মদ ইরফান, জুনায়েদ খান, ইমরান তাহির