রিয়াদের লড়াই ওয়াটসনের সাথে

ছবি:

কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে পাকিস্তান সুপার লীগে (পিএসএল) খেলবেন বাংলাদেশি তারকা মাহমুদুল্লাহ রিয়াদ। বিদেশি কোটায় গত আসরেও পিএসএল খেলেছিলেন তিনি। ব্যাটে দলে দারুন কেটেছে পিএসএলের রিয়াদের প্রথম আসর।
পাক অধিনায়ক সরফরাজ আহমেদের দল কোয়েটার জার্সিতে ছয় ম্যাচ খেলেছিলেন তিনি। শ্রীলঙ্কায় বাংলাদেশের সফর থাকায় পুরো আসরে খেলতে পারেননি তিনি। তবে ছয় ম্যাচ খেলেই বেশ কয়েকবার দলের জয়ে অবদান রেখেছেন রিয়াদ।
এক ম্যাচে অলরাউন্ডার নৈপুণ্যে ম্যাচ সেরাও হয়েছেন এই বাংলাদেশি অলরাউন্ডার। রিয়াদের পারফর্মেন্সে মুগ্ধ দলটি এবারও তাকে দলে রেখেছে। তবে এবার সেরা একাদশে পেতে রিয়াদকে লড়তে হবে বেশ কয়েকজন বিদেশি তারকার সাথে।

কোয়েটার হয়ে এবার পিএসএল খেলবেন কেভিন পিটারসন, জেসন রয়, শেন ওয়াটসন, রাইলি রুশো, জফরা আর্চারের মত নামি তারকারা। এদের মধ্যে রাইলি রুশো ও জফরা আর্চার বিপিএলে খেলেছেন রিয়াদের দল খুলনা টাইটান্সে।
তবে একাদশে জায়গা পেতে রিয়াদকে লড়তে হবে অস্ট্রেলিয়া অলরাউন্ডার শেন ওয়াটসনের সাথে। টপ অর্ডারে দুই ইংলিশ ম্যান কেভিন পিটারসন ও জেসন রয়কে সেরা একাদশে রাখতে চাইবে কোয়েটা।
ফ্রন্ট লাইন বোলার হিসেবে জফরা আর্চার যে কোন দলের প্রথম পছন্দ। অলরাউন্ডার কোটায় বাকি রইল মাহমুদুল্লাহ রিয়াদ ও শেন ওয়াটসন। বলা যায়, এবারের পিএসএলে কোয়েটার সেরা একাদশে রিয়াদ ও ওয়াটসনের যে কোন একজনকে খেলাতে হবে।