সাইফে শাইনপুকুরের শুভ সূচনা

ডিপিএল ২০১৮
সাইফে শাইনপুকুরের শুভ সূচনা
Author photo
জুবাইর
· ১ মিনিট পড়া

ব্যাট হাতে ২৯৪ রানের বড় স্কোর গড়ার পর বল হাতেও দাপট দেখাচ্ছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। খেলাঘরের রবিউল ইসলামকে শুন্য রানে বিদায় করে ব্যাটিং পাওয়ারপ্লেতে প্রথম উইকেটের পতন ঘটায় শাইনপুকুর।

পেসার মোহাম্মদ সাইফুদ্দিনের করা ইনিংসের প্রথম বলেই কিপার উদয় কউলের হাতে ক্যাচ তোলেন রবি। সেখান থেকে অবশ্য ঘুরে দাঁড়িয়েছে খেলাঘর। 

দশ ওভারে আর কোন উইকেট না হারিয়ে ৪৩ রান তুলেছে খেলাঘর। রাফসান ও মাহিদুল অপরাজিত আছেন। 

শাইনপুকুর ক্রিকেট ক্লাবঃ

সাদমান ইসলাম, সাব্বির হোসেন, উদয় কাউল, আফিফ হোসেন, তৌহিদ রিদয়, মোহাম্মদ সাইফুদ্দিন, রায়হান উদ্দিন, সুজন হাওলাদার, শুভাগত হোম (অধিনায়ক), নাইম ইসলাম জুনিয়র, মিনহাজ খান।

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি টিমঃ

নাফিজ ইকবাল (অধিনায়ক), নাজিমুদ্দিন, মইনুল ইসলাম, অমিত মজুমদার, রবিউল ইসলাম রবি, মোহাম্মদ সাদ্দাম, মাহিদুল ইসলাম অংকন, রাফসান আল মাহমুদ, হাসান মাহমুদ, তানবির ইসলাম, আল মিনারিয়া।

আরো পড়ুন: this topic