নাঈমের সেঞ্চুরি, আসিফের হ্যাটট্রিক, তারপরও পরাজয়

ছবি:

চলমান ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) নিজেদের প্রথম ম্যাচে লিজেন্ডস অফ রুপগঞ্জরের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এদিন রুপগঞ্জের বিপক্ষে ৩ রানের জয় তুলে নেয় দলটি।
প্রথমে ব্যাট করে উইকেট রক্ষক নুরুল হাসান সোহানের দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩০ রান স্কোরবোর্ডে যোগ করে শেখ জামাল। দলের পক্ষে ১০৭ বলে ৯০ রানের নজরকাড়া ইনিংস খেলেন সোহান।
রুপগঞ্জের হয়ে আসিফ হাসান হ্যাট্রিক শিকার করে তুলে নেন ৩টি উইকেট। এছাড়াও নাইম ইসলাম নেন ২টি উইকেট। ২৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নাইম ইসলামের অসাধারণ সেঞ্চুরির পরও নির্ধারিত ৫০ ওভারে ২২৭ রান স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয় রুপগঞ্জ।

দলের পক্ষে নাইম ইসলাম একাই করেন ১১৬ রান। অপরাজিত থেকে সেঞ্চুরি হাঁকিয়েও হার নিয়ে মাঠ ছাড়েন ডানহাতি এই ব্যাটসম্যান। যদিও ব্যাট করতে নেমে দলের শুরুটা মোটেও ভালো হয়নি।
স্কোরবোর্ডে ৫৬ রান যোগ করতেই উপরের সারির ৫ ব্যাটসম্যানকে হারিয়ে বসে রুপগঞ্জ। ষষ্ট উইকেট জুটিতে নাইম ইসলাম এবং নাজমুল হোসেন মিলন মিলে ৮৯ রান যোগ করে দলকে ম্যাচে ফেরান।
মিলন ৫১ রান করে ফিরলেও বাকি ব্যাটসম্যানদের সঙ্গে জুটি বেঁধে একাই লড়তে থাকেন নাইম। সঙ্গে তুলে নেন নিজের সেঞ্চুরিও। কিন্তু শেষ পর্যন্ত জেতা হয়নি তাদের।
৩ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় নাইম ইসলামদের। ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২২৭ রান তুলে রুপগঞ্জ। শেখ জামালের পক্ষে পেসার আবু জায়েদ রাহি একাই নেন ৪টি উইকেট।