দুর্দান্ত সোহান, দুর্ভাগা সোহান

ছবি:

উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ৯০ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে মান বাঁচিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে আগে ব্যাট করে নয় উইকেটে ২৩০ রান করেছে শেখ জামাল।
ভালো শুরু করার পরও টানা উইকেট হারিয়ে সম্পূর্ণ ব্যাকফুটে চলে যায় ধানমন্ডির জায়ান্টরা। রুপগঞ্জের আসিফ হাসানের এক স্পেলে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে শেখ জামাল।
সেখান থেকে ছোট ছোট জুটিতে দলের স্কোর বাড়িয়ে নেন সোহান। সোহানকে সঙ্গ দিয়েছেন ইলিয়াস সানি, আল ইমরান। এই দুই লোয়ার মিডেল অর্ডার ব্যাটসম্যানের সাথে জুটি গড়েন তিনি।
ব্যক্তিগত সেঞ্চুরির সুযোগ ছিল সোহানের সামনে কিন্তু শেষ ওভারে দ্রুত রানের খোঁজে থাকা সোহানের ইনিংস থামে ৯০ রানে। ১০৭ বলে ৯টি চার ও ১টি ছয়ে সাজানো ছিল সোহানের দুর্দান্ত ইনিংসটি।

লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে উইকেটের দেখা পেয়েছেন মোহাম্মদ শরিফ, মোশাররফ হোসেন ও নাইম ইসলাম। তবে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন আসিফ হাসান। জয়ের জন্য ২৩১ রান দরকার রুপগঞ্জ।
শেখ জামাল ধানমন্ডি ক্লাবঃ
মোঃ জিয়াউর রহমান, মোঃ সোহাগ গাজী, মোহাম্মদ ইলিয়াস সানি, কাজী নূরুল হাসান সোহান, মোঃ নাজমুল ইসলাম আপু, আবু জায়েদ চৌধুরী রাহি, মোঃ সৈকত আলী, পিনাক ঘোষ, মোঃ হাসানুজ্জামান, রাকিন আহমেদ, আল ইমরান।
লিজেন্ডস অব রূপগঞ্জঃ
খন্দকার মোশাররফ হোসেন, মোঃ শামসুর রহমান, মোহাম্মদ শরীফ, মোঃ আসিফ হাসান, হামিদুল ইসলাম হিমেল, আব্দুল মজিদ, এসকে তুষার ইমরান, আভিষেক মিত্র, মোঃ শহিদ, নাজমুল হোসেন মিলন, সামি আসলাম।