ব্যাট হাতে ব্যর্থ আশরাফুল

ছবি:

ফতুল্লায় প্রিমিয়ার লীগে নিজেদের প্রথম ম্যাচে শুরুটা ভালো হল না মোহাম্মদ আশরাফুলদের। শক্তিশালী প্রাইম ব্যাংকের বিপক্ষে টসে হেরে ব্যাট করে ইনিংসের প্রথম ১৫ ওভারেই তিন উইকেট হারিয়ে বসে কলাবাগান ক্রীড়া চক্র।
ওপেনার জশিমউদ্দিন ও তিন নম্বরে নামা মুনিম শাহরিয়ার এক অঙ্কের ঘরে আউট হলে আশরাফুলের ব্যাটে চেয়ে ছিল কেকেসি। ইনিংসের শুরুতে তিনবার বাউন্ডারি খুঁজে পেয়েছিলেন আশরাফুল।
ভালো শুরুর ইঙ্গিত দিয়েও হতাশ করেন তিনি। ১৮তম ওভারে ১৬ বলে ১৪ রান করে দেলোয়ারের বলে সাজঘরে ফিরতে হয় তাকে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৮ ওভার শেষে কলাবাগানের স্কোর ৪৯ রান তিন উইকেটে।

১৭ রানে অপরাজিত আছেন তাসামুল হক।
প্রাইম ব্যাংকঃ
মেহেদী হাসান সিদ্দিক, আরিফুল হক, মোঃ আল আমিন (জুনিয়র), মোঃ নাহিদুল ইসলাম, মোঃ জাকির হাসান, মেহরাব হোসেন (জুনিয়র), মনির হোসেন খান, দেলোয়ার হোসেন, সাজ্জাদুল হক রিপন, কুনাল চান্দেলা, মোঃ শরিফুল ইসলাম।
কলাবাগান ক্রীড়া চক্রঃ
মোঃ আশরাফুল, মোঃ তাসমুল হক রুবেল, মোঃ মুক্তার আলী, নাবিল সামাদ, আবুল হাসান রাজু, তৈয়বুর রহমান পারভেজ, মোঃ জিয়াউদ্দিন, মোঃ মাহমুদুল হাসান লিমন, মুনিম শাহরিয়ার, শাহাদাত হোসেন রাজীব, ইমরান খালিদ।