সালমান বাটে বিপদ সামলাচ্ছে মোহামেডান

ছবি:

ঢাকা প্রিমিয়ার লীগে প্রথম ম্যাচে খেলছে ব্রাদার্স ইউনিয়ন ও মোহামেডান। বিকেএসপির তিন নম্বর মাঠে টসে হেরে আগে ব্যাট করছে মতিঝিল পাড়ার দল মোহামেডান।
ইনিংসের শুরুতে সতর্ক ব্যাটিং করলেও ব্যাটিং পাওয়ারপ্লেতে ওপেনার রনি তালুকদারের উইকেট হারায় মোহামেডান। ইফতেখান সাজ্জাদের বলে ৬ রান করে রনি বিদায় নেন।
তবে পাকিস্তানি রিক্রুট সালমান বাটের ব্যাটে বিপদ সামাল দেয় দলটি। শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যাটিং পাওয়ারপ্লেতে এক উইকেট হারিয়ে ৩০ রান তুলেছে মোহামেডান।

৩১ বলে ২১ রান তুলে অপরাজিত আছেন সালমান বাট। শামসুর রহমান শুভ খেলছেন ৪ রান নিয়ে।
ব্রাদার্স ইউনিয়নঃ
আলোক কাপালি, মোঃ জুনায়েদ সিদ্দিক, মিজানুর রহমান, মোঃ মাশেখুর রহমান, নিহাদুজ্জামান, ইয়াসির আলী রাব্বী, খালেদ আহমেদ, মোঃ সোহরাওয়ার্দী শুভ, ইফতেখান সাজ্জাদ রনি, মেহেদি হাসান রানা, জন সিম্পসন।
মোহামেডানঃ
রাকিবুল হাসান জুনিয়র, শামসুর রহমান শুভ, রনি তালুকদার, শুভাশীষ রায় চৌধুরী, ইরফান শুক্কুর, ইবেদাত হোসেন চৌধুরী, সাঈদ সরকার, কাজী আনিক ইসলাম, বিশ্বনাথ হাওলদার, সালমান বাট, আনামুল হক।