মুস্তাফিজ-কামিন্সকে নিয়ে চিন্তায় আগারকার

ছবি:

মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং আক্রমন নিয়ে সন্তুষ্ট নন সাবেক ভারতীয় পেসার অজিত আগারকার। বিশেষ করে দুই বিদেশি পেসার প্যাট কামিন্স ও মুস্তাফিজুর রহমানের ফর্ম ও ইনজুরি ভাবাচ্ছে তাকে।
ইএসপিএন ক্রিকইনফোতে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন দলের নতুন স্কোয়াড নিয়ে নিজের অভিমত জানিয়েছেন তিনি। 'আমি মুম্বাইকে নিয়ে কিছুটা চিন্তিত।
কারন প্যাট কামিন্স ও মুস্তাফিজুর রহমানের কাছ থেকে ওরা কতটুকু আদায় করে নিতে পারবে সেটা নিশ্চিত নয়। ওরা যদি পারফর্ম করতে না পারে তাহলে মুম্বাইয়ের বোলিংয়ে বাকী থাকে শুধু জাসপ্রিত বুমর??হ।'

অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার প্যাট কামিন্স গত আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেছিলেন। বল হাতে জোরে বল করার সাথে ব্যাট হাতেও কিছু রান দিতে সক্ষম তিনি।
অন্যদিকে দুই বছর আগেও আইপিএলের সেরা বোলার ছিলেন টাইগার ফ্রন্ট লাইন পেসার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের আইপিএল অভিষেকের বছরে শিরোপা জয় করে সানরাইজার্স হায়দ্রাবাদ।
গত আইপিএলে টানা ইনজুরি ও ফর্মহীনতার কারনে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন তিনি। এবার নতুন ঠিকানায় খেলবেন বাংলাদেশের এই তরুন বাঁহাতি পেসার।