'মাশরাফি ভাইয়ের সঙ্গে কথা বলার সাহস পাই নি'

ছবি:

রাজশাহী কিংসের হয়ে বিপিএলের পঞ্চম আসরে চোখ আটকে ফেলা গতিতে বোলিং করে সবার মন জয় করে নিয়েছেন তরুন ফাস্ট বোলার হোসেন আলি। সদ্য ঊনিশ পার করা হোসেন আলি বাংলাদেশের বয়সভিত্তিক ক্রিকেটের স্বাদ পান নি।
বেড়ে ওঠার বয়সে সঠিক কোচিং না পেলেও ফাস্ট বোলিংটা নিয়েই জন্ম দিয়েছেন নরসিংদীর ঘোড়াশালের ছেলে হোসেন আলি। স্বপ্ন দেখতেন একদিন মাশরাফি ও শোয়েব আখতার মানের বোলার হবেন।
মানবজমিনে দেয়া সাক্ষাৎকারে হোসেন আলি জানিয়েছেন, বেড়ে ওঠার সময়টায় মাশরাফি ও শোয়েবকেই আইডল মানতেন তিনি। বিপিএলে মাশরাফিকে কাছে থেকেই দেখেছেন।

তবে সামনে গিয়ে কথা বলার সাহস হয়নি তার। আর শোয়েবের বোলিংয়ের ভিডিও না দেখে তো ঘুমই হয়না হোসেন আলির। 'মাশরাফি ভাই ও শোয়েব আকতারকে।
তবে মাশরাফি ভাইয়ের সঙ্গে কথা বলার সাহস পাই নি। ছোটতো যদি কথা বলতে গেলে কিছু মনে করেন। আর এমন কোনো রাত নেই যে শোয়েব আকতারের বোলিংয়ের ভিডিও না দেখে আমি ঘুমাই।'
সঠিক পথ ধরেই এগোচ্ছেন এই তরুন ডানহাতি ফাস্ট বোলার। জাতীয় লিগে চিটাগং ডিভিশনের হয়ে খেলেছেন প্রথম শ্রেণীর ক্রিকেট। ঢাকা লিগে খেলেছেন চ্যাম্পিয়ন দল গাজি গ্রুপের হয়ে।