promotional_ad

নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সন্তুষ্ট শান্ত

গণমাধ্যমে কথা বলছেন নাজমুল হোসেন শান্ত, ক্রিকফ্রেঞ্জি
টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি… পাশাপাশি আছে ফ্র্যাঞ্চাইজি লিগ এবং ঘরোয়া ক্রিকেট। বর্তমান সময়ে অনেক বেশি চাপ ক্রিকেটারদের ওপর। বিশেষ করে পেসারদের এখন থাকতে হয় বাড়তিভাবে সতর্ক। সেই বাস্তুবতা মেনেই প্রিমিয়ার লিগে খেলতে হচ্ছে নাহিদ রানাকে। তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সন্তুষ্ট আবাহনী লিমিটেডের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

promotional_ad

একজন খেলোয়াড়কে ঠিক কোন উপায়ে খেলানো হলে সেটা বাড়তি চাপ তৈরি করবে না– সেটিই 'ওয়ার্কলোড ম্যানেজমেন্ট'। গেল বছর, অর্থাৎ ২০২৪ সালে বাংলাদেশের ক্রিকেটে বড় প্রাপ্তি গতিময় পেসার নাহিদ। তার 'ওয়ার্কলোড ম্যানেজমেন্ট' নিয়ে ক্রিকেট মহলেও চলে প্রচুর আলোচনা। 


আরো পড়ুন

পিএসএলে প্রতি ম্যাচে ভালো করার প্রত্যাশা নিয়ে দেশ ছাড়লেন নাহিদ

২৬ এপ্রিল ২৫
বিমান বন্দরে কথা বলছেন নাহিদ রানা, ক্রিকফ্রেঞ্জি

একটা সময় একাদশে তিনজন পেসার নিয়ে খেলতে নামতো বাংলাদেশ। সেই সময় পেসারদের কাজই ছিল বলটিকে কিছুটা পুরোনো করে স্পিনারদের হাতে তুলে দেয়া। এমনকি একজন পেসার নিয়ে খেলার রেকর্ডও আছে বাংলাদেশের। তবে সবশেষ কয়েক বছরে সেখান থেকে অনেকটা সরে এসেছে তারা।


ফলে বাংলাদেশের বোলিংয়ের শক্তির জায়গা হয়ে উঠেছেন পেসাররা। ম্যাচ জয়ে বড় অবদানও রাখছেন নিয়মিতই। সবশেষ পাকিস্তান সফরে দুই টেস্টের সিরিজ জয়ে বল হাতে অবদান রেখেছিলেন নাহিদ, হাসান মাহমুদরা। ওয়েস্ট ইন্ডিজ সফরে নাহিদ, তাসকিন আহমেদরা বাংলাদেশকে জিতিয়েছিলেন।


promotional_ad

২২ বছর বয়সী নাহিদ রানার ওয়ার্কলোড তাই এদেশের ক্রিকেট মহলে বেশ চর্চিত একটি বিষয়। আবাহনীর হয়ে বিসিবির পরামর্শে বেছেই ম্যাচ খেলছেন নাহিদ। প্রিমিয়ার লিগের পাঁচ রাউন্ড পার হলেও নাহিদ খেলেছেন কেবল দুই ম্যাচে, নিয়েছেন তিন উইকেট।


আরো পড়ুন

চট্টগ্রাম টেস্ট জিতেও শান্ত বললেন, খুব বেশি খুশি নই

১৭ ঘন্টা আগে
সিরিজ সমতায় শেষ হওয়ায় এক ট্রফি নিয়ে দুই অধিনায়কের ফটোসেশন, ক্রিকফ্রেঞ্জি

তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে আবাহনী ও বাংলাদেশের অধিনায়ক শান্ত বলেন, 'খুব ভালো একজন প্রোসপেক্টিভ সে। বিশ্ব ক্রিকেটে তাকে নিয়ে কথা বার্তা হচ্ছে। যেটা সব থেকে ভালো দিক, তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ভালোভাবে করছে। ন্যাশনাল টিমে যারা ফিজিও-ট্রেনার, যারা আবাহনীতে কাজ করছেন, তারা এটা মেইনটেইন করছে।'


'ওই অনুযায়ী যদি দেখেন ওভাবে সে ম্যাচ খেলছে। এখনও পর্যন্ত আল্লাহর রহমতে ফিট আছে। সেই এনার্জি নিয়েই খেলছে। আশা করব সামনে যে ম্যাচগুলো আছে, যে পরিকল্পনা দেয়া হয়েছে ক্রিকেট বোর্ড থেকে এবং এখান থেকে সে অনুযায়ীই সে খেলবে। আমি আশা করব পরের ম্যাচগুলো দিয়ে সে যেন সুস্থভাবে টুর্নামেন্ট শেষ করে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball