বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ নিশ্চিত করলো পাকিস্তান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বছরান্তর ভেন্যু বাড়িয়ে হোম-অ্যাওয়ে বিপিএলের পথে হাঁটতে চায় বিসিবি

১৬ ঘন্টা আগে
বিসিবি

আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে প্রস্তুতির জন্য পাকিস্তান ও নিউজিল্যান্ডকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এরই মধ্যে সিরিজটি নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা।


রমিজ বাংলাদেশের নাম না নিলেও পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম 'দ্য নিউজ' জানিয়েছে এই সিরিজের তৃতীয় দল বাংলাদেশই। পিসিবি চেয়ারম্যান মনে করেন এই সিরিজ দিয়ে পাকিস্তান নিজেদের স্কোয়াড সমন্বয় করতে পারবে এবং ক্রিকেটারদের পারফরম্যান্স যাচাই করতে পারবে।


promotional_ad

এ প্রসঙ্গে রমিজ বলেছেন, '১৫ সেপ্টেম্বর ইংল্যান্ডের সফরের সূচি চূড়ান্ত হওয়ার পর আমরা নিউজিল্যান্ডের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ নিশ্চিত করেছি। আমি চাই আমাদের দল বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার পরিবেশে কিছু ম্যাচ খেলুক। ত্রিদেশীয় সিরিজ দিয়ে দলে সমন্বয় ও শীর্ষ খেলোয়াড়দের ফর্ম যাচাই করে নেয়ার দারুণ সুযোগ হবে।'


আরো পড়ুন

বেসরকারি লিগ থেকে ‘পাকিস্তান’ নামটাই সরিয়ে নিচ্ছে পিসিবি

৩ ঘন্টা আগে
পাকিস্তান চ্যাম্পিয়ন্স আসরের ফাইনালে, ফাইল ফটো

ত্রিদেশীয় সিরিজ খেলতে আগামী ৪ অক্টোবর নিউজিল্যান্ডে যাওয়ার কথা রয়েছে পাকিস্তানের। টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া এই সিরিজে প্রতিটি দল দুইবার করে একে অপরের মুখোমুখি হবে। দ্রুতই নিউজিল্যান্ড ক্রিকেট এই সিরিজের সূচি ঘোষণা করবে বলেও জানিয়েছে দ্য নিউজ।


বিশ্বকাপের আগে পাকিস্তান দলের সঙ্গে বিশেষজ্ঞ কোচ হিসেবে যোগ দেবেন ম্যাথু হেইডেন। তার সঙ্গে একত্রে কাজ করবেন ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফ। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ দিয়েই নিজের কাজ শুরু করবেন সাবেক অজি ওপেনার হেইডেন। 


এদিকে গত মাসেই এই ত্রিদেশীয় সিরিজ নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। যদিও সে সময় তৃতীয় দল হিসেবে পাকিস্তানের যোগ দেয়ার সম্ভাবনার কথা জানিয়েছিলেন তিনি।


বিসিবির এই কর্মকর্তা বলেছিলেন, 'যেটা আমরা করছি যে অ্যাডিলেডে একটা ক্যাম্প করব, আরেকটা ত্রিদেশি সিরিজ আমরা খেলব ইনশাল্লাহ নিউজিল্যান্ডে। ক্যাম্পের(অ্যাডিলেডে) পর আমাদের হয়তো সাত আটদিন অনুশীলন করে চলে যাব নিউজিল্যান্ডে। সম্ভবত ক্রাইস্টচার্চে একটা ত্রিদেশী সিরিজ হবে।' সিরিজের তৃতীয় দল নিয়ে জালাল ইউনুস বলেছিলেন,  'এখনো চূড়ান্ত হয়নি, তবে সম্ভবত পাকিস্তান (তৃতীয় দল)।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball