‘তিনশ রানের ফাইনাল হবে না’, অনুমান গিলের

ছবি: বিরাট কোহলির (বামে) সঙ্গে উইকেট পর্যবেক্ষণে শুভমান গিল (ডানে), ফাইল ফটো

যেহেতু দুবাইয়ের মাঠে হচ্ছে খেলা, তাই বলা যায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। তবে উইকেট কেমন হবে সেটা জানা যায়নি এখনও। যদিও ভারতের ওপেনার শুভমান গিলের প্রত্যাশা আগের উইকেটগুলোর যেকোনো একটিতেই হবে ফাইনাল।
ঘরের মাঠে গুজরাটের কাছে পাত্তাই পেল না কলকাতা
২২ এপ্রিল ২৫
গিল বলেন, 'আমার মনে হয় না উইকেটের আচরণ ভিন্ন কিছু হবে। এখনও পর্যন্ত এখানে ৩০০ রানের দলীয় সংগ্রহ দেখা যায়নি এখানে। আবহাওয়া যেমনই থাকুক, উইকেট একইরকম থাকবে, যে ধরনের উইকেটে এখানে আমরা খেলে আসছি। দল হিসেবে আমাদের খুব ভালো ধারণা আছে যে, এই ধরনের উইকেটে কীভাবে খেলতে হয় বা বোলিং করতে হয়।'

ভারতের গণমাধ্যমের দাবি, ভারত-পাকিস্তানের ম্যাচ যে উইকেটে অনুষ্ঠিত হয়েছিল, সেই উইকেটেই অনুষ্ঠিত হবে কিউইদের বিপক্ষে রোহিত শর্মা-বিরাট কোহলিদের ফাইনাল। ফলে উইকেটে থাকবে টার্ন। স্বাভাবিকভাবেই স্পিনাররা পাবেন বাড়তি সুবিধা।
রোহিতের নেতৃত্বেই ইংল্যান্ড সফরে যেতে চায় ভারত
৩৫ মিনিট আগে
ফলে আলাদা করে নজর থাকবে ভারতের রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীর উপর। কেননা, গ্রুপ পর্বের ম্যাচে এই বরুণই নিউজিল্যান্ডের বিপক্ষে একাই নিয়েছিলেন পাঁচ উইকেট। একই প্রতিপক্ষ পেয়ে আবারো জ্বলে উঠতে পারেন এই স্পিনার।
এ ছাড়াও অক্ষর প্যাটেল, কুলদিপ যাদব, রবীন্দ্র জাদেজারাও পাবেন স্পিনার হিসেবে কিছুটা বাড়তি সুবিধা। কম শক্তিশালী নয় নিউজিল্যান্ডও। অধিনায়ক মিচেল সান্টনার, মাইকেল ব্রেসওয়েল, রাচিন রবীন্দ্ররা কাজে লাগাবেন এমন উইকেটের সুবিধা।