আমার প্রশ্ন হচ্ছে আমাকে নির্বাচন করতে দিবে কী দিবে না: তামিম

বাংলাদেশ
আমার প্রশ্ন হচ্ছে আমাকে নির্বাচন করতে দিবে কী দিবে না: তামিম
তামিম ইকবাল, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
‘৪০ বছরেও এমন নোংরামি দেখিনি।’ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে মন্তব্যটা করেছেন ইফতেখার রহমান। কদিন আগে তামিম ইকবালও অভিযোগ করেছেন বিসিবির নির্বাচনকে নিয়ে নোংরামি করা হচ্ছে। এমনকি সরকারের ঊর্ধ্বতন মহল থেকে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। এমনটা চলতে থাকলে তামিম নির্বাচনে অংশ নেবেন কিনা জানতে চাওয়া হয়েছে তাঁর কাছে। বাঁহাতি ওপেনার জানান, আমার প্রশ্ন হচ্ছে আমাকে নির্বাচন করতে দিবে কী দিবে না।

আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেয়ার পর সংগঠক হিসেবে আগামী বিসিবি নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তামিম। মাসখানেক আগেই নির্বাচনের মাঠে নামার ঘোষণা দেন তিনি। তবে নির্বাচনের প্রক্রিয়া নিয়ে এখনো সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের অধিনায়ক। নির্বাচন করতে ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে কাউন্সিলরশিপ নিয়েছেন তিনি। তবে তামিমের কাউন্সিলরশিপের বিরুদ্ধে আপত্তি তুলেছেন হালিম শাহ।

অভিযোগে বলা হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট এখনো আনুষ্ঠানিকভাবে অবসর না নেয়ায় গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলর হতে পারেন না তিনি। হালিমের স্বাক্ষর সম্বলিত সেই অভিযোগপত্র জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। যদিও বিভিন্ন পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে সেই অভিযোগের কথা অস্বীকার করেছেন হালিম। কানাডিয়ান প্রবাসী জানান, তিনি এমন কোনো অভিযোগ করেননি। এমন ঘটনায় বিব্রত তামিম। ক্যারিয়ার জুড়ে ফিয়ারলেস ক্রিকেট খেলতে থাকা তামিম কি নির্বাচনেও এমন থাকতে পারবেন?

সাবেক বাঁহাতি ওপেনার জানান, তিনি সেটা চেষ্টা করছেন। তবে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানান, তাঁর উপর অনেক চাপ আছে। তামিম বলেন, ‘আমি তো ফিয়ারলেসভাবে তো চেষ্টা করছি। চাপ আমার উপর অনেক আছে। কালকে আমার কাউন্সিলরশিপও বাতিল হয়ে যেতে পারে। কোর্টে রিট হতে পারে, মামলাও হয়ে যেতে পারে। কেন হবে আপনারা খুব ভালো করে বুঝেন।’

সেই অভিযোগপত্রে বলা হয়েছে, ওল্ড ডিওএইচএসের সঙ্গে কোনো সম্পর্ক নেই তামিমের। অথচ ক্লাবের সভাপতি খালেদ মাহমুদ সুজন নিশ্চিত করেছেন যুগ্ম সম্পাদকের দায়িত্বে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। ক্লাবের পরিচালনা পরিষদের তালিকার চিঠি এসেছে ক্রিকফ্রেঞ্জির কাছে। যেখানে যুগ্ম সম্পাদকের দায়িত্বে রাখা হয়েছে তামিমকে। এ ছাড়া গুলশান ইয়ুথ ক্লাবের পরিচালনাতেও আছেন তিনি।

সাবেক বাঁহাতি ওপেনার নিশ্চিত করেছেন, ৫-৬ বছর ধরে চট্টগ্রামের স্থানীয় শতদল ক্লাবও চালাচ্ছেন তিনি। সংগঠক হিসেবে নিজেকে ব্যাখ্যা করতে হচ্ছে এটা নিয়ে লজ্জিত বাংলাদেশকে নেতৃত্ব দেয়া তামিম। সেই সঙ্গে চট্টগ্রাম থেকে উঠে আসা এই ক্রিকেটার জানান, শুধু ইগো কিংবা জেতার জন্য নির্বাচন নিয়ে এমন নোংরামি কইরেন। এমন অভিযোগও করেন, নিজেদের ইচ্ছে পূরণ করার জন্য দায়িত্বপ্রাপ্তরা নিচে নেমে যাচ্ছে।

তামিম বলেন, ‘আমি সংগঠক না এটা কেউ বলতে পারবে না। দুইটা দলের কমিটিতে আছি, আরো একটা দল নিজে চালাই...। আমার নিজেরই লজ্জা লাগতেছে আজ এখানে এসে ব্যাখ্যা করতে হচ্ছে। আমরা এতটা নিচে নেমে যাচ্ছি শুধু কিছু ইচ্ছে পূরণ করার জন্য আপনারা এই পর্যায়ে নিয়ে আসতেছেন। আমি আবারও বলি সঠিকভাবে নির্বাচন করি, হেরে যাই, কে সভাপতি হোক না হোক আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু এই নোংরামি কইরেন না শুধু ইগো বা জেতার জন্য।’

এমনটা চলতে থাকে তামিম কী নির্বাচনে অংশ নেবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তো এখন এই জিনিসটা বলতে পারব না। ব্যক্তিগতভাবে আমাকে প্রশ্ন করতে পারেন আমি নির্বাচন করবো কী করবো না। আমার প্রশ্ন হচ্ছে আমাকে নির্বাচন করতে দিবে কী দিবে না। এই জিনিসটাও তো আপনাকে দেখতে হবে।’

বিএনপির প্রার্থী হিসেবে বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন তামিম। কিছুদিন আগে এমন মন্তব্য করেন বিসিবির সাবেক সভাপতি ও বিএনপির সাবেক সংসদ সদস্য আলী আসগর লবী। এ ছাড়া সাম্প্রতিক সময়ে বিএনপির বেশ কিছু সভায় যোগ দিতে দেখা গেছে তামিমকে। উল্টো দিকে গুঞ্জন আছে আমিনুল ইসলাম বুলবুলের বিসিবি নির্বাচনে অংশ নেয়ার পেছনে বড় প্রভাব আছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের। দুই দলের দুজন হওয়া একজন আরেকজনের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করে যাচ্ছেন।

এমন অবস্থায় সাংবাদিকদের কাছে তামিমের কারও পক্ষে না লিখে যেটা সঠিক সেটাই লিখুন। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, ‘আমি ক্লিয়ার একটা মেসেজ দিব আমার পক্ষ হয়ে কারও কোনো কথা বলার দরকার নেই। সত্যের পক্ষে কথা বলেন। যেটা সঠিক ওইটা নিয়ে কথা বলেন। আমার পক্ষ নেয়ার দরকার নাই, অন্য কারও পক্ষ নেয়ার কথা নাই। যদি আমি কোনো ভুল করে থাকি অবশ্যই তুলবেন। আমার সাথে যদি কোনো ভুল হয় এই জিনিসটাও তোলার দায়িত্ব আপনাদের।’

আরো পড়ুন: তামিম ইকবাল