রাজশাহীর হোটেল ভাড়া ও চিটাগংয়ের কোচ টেইটের পাওনা দেবে বিসিবি

শন টেইট ও আলিস আল ইসলাম
গত বিপিএলের শুরু থেকেই আলোচনায় ছিল দুর্বার রাজশাহী। দলটি একাধিকবার ক্রিকেটারদের পাওনা টাকা বুঝিয়ে দেয়ার কথা বললেও তা দিতে পারেননি। এরপর সেখানে হস্তক্ষেপ করেছিল বিসিবি। তাতেও সমাধান হয়নি। দলটির হোটেলের ভাড়াও বকেয়া রয়ে গেছে।

promotional_ad

এবার বিসিবি সিদ্ধান্ত নিয়েছে হোটেলের বিল পরিশোধের। এ ছাড়া চিটাগং কিংসের প্রধান কোচ শন টেইটের পাওনা অর্থ পরিশোধ করবে বিসিবি। শনিবার বিসিবির সভা শেষে এসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।


আরো পড়ুন

নতুন বলে আরও ভালো শুরু করতে না পারার আক্ষেপ শন টেইটের

১৯ জুন ২৫
ক্রিকফ্রেঞ্জি

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিদের দেনা পাওনার বিষয়েও বিস্তারিত জানাবে বিসিবি। বিসিবির সভা শেষে মিঠু বলেছেন, অনেক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আমাদের দেনা পাওনা রয়েছে। আমরা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেব ওদের কত টাকা বাকি আছে আমাদের কাছে, এক দুই দিনের মধ্যে।'


promotional_ad



আরো পড়ুন

সততার সাথে কাজ করছি, কে কী বললো ভাবছি না: ফাহিম

৩ ঘন্টা আগে
গণমাধ্যমে কথা বলছেন নাজমুল আবেদীন ফাহিম, ক্রিকফ্রেঞ্জি

তিনই আরও যোগ করেন, 'চিটাগংয়ের টাকা আমরা শন টেইটের সঙ্গে এডজাস্ট করে দেব। রাজশাহী যখন হোটেল ছাড়তে পারছিল না আমাদের আগের সভাপতি কমিটমেন্ট দিয়ে ছাড়িয়ে এনেছেন। এটা আমাদের দায়িত্ব আমরা মনে করি। এটা আমাদের দেয়া উচিত। এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হয়েছে।'


গত মে মাসে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন টেইট। তবে বাংলাদেশ দায়িত্ব নেয়ার সময়ই একটি শর্ত জুড়ে দিয়েছিলেন তিনই। জানিয়েছিলেন চিটাগংয়ের কাছে থাকা তার পাওনা অর্থ বুঝিয়ে দিতে হবে। বিসিবিও সেই শর্তে রাজি হয়েছিল। এবার এই কোচের শর্ত পূরণ করতে চলেছে বিসিবি। টেইটের সঙ্গে বিসিবির চুক্তি ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball