১০ ক্রিকেটার নিয়ে সিলেটে শুরু অনুশীলন ক্যাম্প

বাংলাদেশ
১০ ক্রিকেটার নিয়ে সিলেটে শুরু অনুশীলন ক্যাম্প
সিলেটে শুরু হয়েছে বাংলাদেশের অনুশীলন ক্যাম্প, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট
· ১ মিনিট পড়া
ওয়েস্ট ইন্ডিজ সফরের ৫ মাস পেরিয়ে যাওয়ার পর আবারও টেস্ট ক্রিকেটে ফিরছেন নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হকরা। জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ দিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হচ্ছে। কয়েকমাস পর টেস্ট খেলার ভাবনা থেকে সিলেটে দিন দশেকের অনুশীলন ক্যাম্প করার কথা ছিল বাংলাদেশের।

যদিও ঢাকা প্রিমিয়ার লিগের কারণে সেটা পিছিয়ে নেয়া হয় ১২ এপ্রিল। পরবর্তীতে আবাহনী-মোহামেডান ম্যাচের ভাবনায় একদিন পর অর্থাৎ ১৩ এপ্রিল থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হয়েছে সপ্তাহখানেকের প্রস্তুতি ক্যাম্প। সিলেটে ক্যাম্পের প্রথম দিনে ছিলেন টেস্ট স্কোয়াডে থাকা ১০ ক্রিকেটার।

অধিনায়ক শান্তর সঙ্গে মুশফিকুর রহিম, মুমিনুল হক, নাহিদ রানা, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকির হাসান এবং হাসান মাহমুদ। ডিপিএলের গ্রুপ পর্বের শেষ রাউন্ডের দ্বিতীয় দিনের খেলা শেষে ক্যাম্পে যোগ দেবেন বাকি ৫ ক্রিকেটার।

যেখানে লিজেন্ডস অব ‍রূপগঞ্জের মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের সাদমান ইসলাম ও নাঈম হাসান। কোচিং স্টাফদের মধ্যে প্রধান কোচ ফিল সিমন্স, সিনিয়র কোচিং স্টাফ মোহাম্মদ সালাহউদ্দিন এবং পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস।

কদিন আগেই বাংলাদেশের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জেমস প্যামেন্ট। মুম্বাই ইন্ডিয়ান্সে বছর সাতেক কাজ করা নিউজিল্যান্ডের কোচ যোগ দিয়েছেন অনুশীলন ক্যাম্পের প্রথম দিনেই। এদিকে দুই টেস্টের সিরিজ খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে।

প্রথম টেস্ট শুরু হবে ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, আর দ্বিতীয় ম্যাচ শুরু হবে ২৮ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। বাংলাদেশের মাটিতে খেলা সবশেষ টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছিল জিম্বাবুয়ে।

আরো পড়ুন: বাংলাদেশ