ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি সারবে জ্যোতিবাহিনী

ছবি: বাংলাদেশ নারী দল, বিসিবি

এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে তিনটি দল। বাংলাদেশের নারী দলের খেলোয়াড়দের নিয়ে গঠিত লাল ও সবুজ দল, এবং একটি ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল। প্রতিটি দল একে অপরের বিপক্ষে দু'বার করে খেলবে। টুর্নামেন্টটি শুরু হবে সোমবার। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে সাভারের বিকেএসপিতে।
জ্যোতিদের হারিয়ে চমক দেখাল বিসিবি অনূর্ধ্ব-১৫ ছেলে দল
১৫ ঘন্টা আগে
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আগেই সিলেটে এক মাসের অনুশীলন ক্যাম্প করে বাংলাদেশ দল। কয়েক দিনের বিরতির পর বিকেএসপিতে বর্তমানে চলছে দ্বিতীয় ধাপের ক্যাম্প। তবে অনুশীলনের মধ্যে ম্যাচ খেলার অভাব পূরণে এই টুর্নামেন্টকেই ভরসা করতে হচ্ছে।

শেষবার বাংলাদেশ নারী দল আন্তর্জাতিক ম্যাচ খেলেছে এপ্রিলে। পাকিস্তানে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বে শেষবার মাঠে নামে নিগার সুলতানা জ্যোতির দল। এরপর আন্তর্জাতিক সূচি না থাকায় বিসিবি প্রস্তুতিমূলক সিরিজ আয়োজনের চেষ্টা করলেও নানা বাস্তব কারণে সেটি সম্ভব হয়নি। তাই বিকল্প হিসেবেই এই অভ্যন্তরীণ টুর্নামেন্টের আয়োজন।
জ্যোতিদের নিয়ে চলছে জুলিয়ান উডের পাওয়ার হিটিং ক্লাস
১৩ আগস্ট ২৫
আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। তবে ভেন্যু ভাগ করে নেয়ার অংশ হিসেবে পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। কলোম্বোতে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ২ অক্টোবর, প্রতিপক্ষ পাকিস্তান।
এটি বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ অংশগ্রহণ। আগেরবার ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে তারা সাত ম্যাচে অংশ নেয় এবং একমাত্র জয়টি আসে পাকিস্তানের বিপক্ষে। নতুন আসরে ভালো কিছু করার লক্ষ্যেই চলমান প্রস্তুতি।