promotional_ad

সোহান-অঙ্কনের সেঞ্চুরিতে সিরিজ জিতল বাংলাদেশ

২২৫ রানের জুটি গড়েন নুরুল হাসান সোহান-মাহিদুল ইসলাম অঙ্কন, ক্রিকফ্রেঞ্জি
মাহিদুল ইসলাম অঙ্কন এবং নুরুল হাসান সোহানের সেঞ্চুরিতে নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে পাঁচ উইকেটে ৩৪৪ রানের পাহাড় গড়ে বাংলাদেশ 'এ' দল। জবাবে মোসাদ্দেক হোসেন সৈকত এবং তানভির ইসলামদের দাপটে ৪৩.১ ওভারে ২৫৭ রানের মধ্যেই গুঁটিয়ে যায় নিউজিল্যান্ড 'এ' দল। ফলে ৮৭ রানে জিতেছে বাংলাদেশ 'এ' দল। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ 'এ' দল।

promotional_ad

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। স্কোরবোর্ডে ১২ রান তুলতেই পারভেজ হোসেন ইমনের উইকেট হারায় তারা। ১০ বলে আট রান করা এই ওপেনারকে বিদায় করেন ক্রিস্টিয়ান ক্লার্ক।


আরো পড়ুন

হোয়াইটওয়াশই লক্ষ্য সোহান-অঙ্কনদের

৯ মে ২৫
বিসিবি

তারপর ৭৩ রানের জুটি গড়েন নাইম শেখ এবং এনামুল হক বিজয়। গত ম্যাচের মতো এই ম্যাচেও হাফ সেঞ্চুরি করতে পারেননি বিজয়। ৩৪ বলে ৩৯ রান করা এই ব্যাটারকে রান আউটের মাধ্যমে বিদায় করে নিউজিল্যান্ড।


দলীয় একশ রান পূরণ হওয়ার আগে ফিরে যান নাইমও। ইনফর্ম এই ব্যাটার করেন ছয়টি চারে ৪১ বলে ৪০ রান। তাকে ফেরান আদিত্য অশোক। ৯৭ রানে তিন উইকেট হারানো বাংলাদেশকে পথ দেখান অঙ্কন-সোহান জুটি।


promotional_ad

২২৫ রানের এই জুটি ভাঙে ৪৭ ওভারে। ততক্ষণে সেঞ্চুরি তুলে নেন সোহান। ক্লার্কের দ্বিতীয় শিকার হওয়ার আগে সাতটি চার ও সমান সংখ্যক ছক্কায় ১১২ রান করেন তিনি। শেষ ওভারে ফিরে যান অঙ্কনও। তার ব্যাটে আসে ১০৮ বলে সাতটি চার ও পাঁচটি ছক্কায় ১০৫ রান।


আরো পড়ুন

লিটনের মতোই পারফর্ম করতে চান অঙ্কন

৯ এপ্রিল ২৫
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন মাহিদুল ইসলাম অঙ্কন, ক্রিকফ্রেঞ্জি

শেষদিকে মোসাদ্দেক ১০ বলে ১৩ এবং শামীম পাটোয়ারি এক বলে এক রানে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের হয়ে দুটি উইকেট নেন ক্লার্ক। একটি করে উইকেট নেন জাকারি ফোকস এবং আদিত্য।


লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ৫২ রান তোলে কিউইরা। ১৬ বলে পাঁচ রান করা কার্টিস হিপিকে বিদায় করে এই জুটি ভাঙেন মোসাদ্দেক। তিনি ফিরলেও দলকে একশ রানের কাছাকাছি নিয়ে যান আরেক ওপেনার ডেল ফিলিপস।


৫৪ বলে ১৪টি চার ও দুটি ছক্কায় ৭৯ রানের ঝড়ো ইনিংস খেলা এই ওপেনারকে বিদায় করেন শরিফুল ইসলাম। ৯৯ রানে দ্বিতীয় উইকেট হারানো দলটি ১১৬ রানের মধ্যে হারায় আরও তিন উইকেট। এক রান করা ম্যাথু বয়েলকে মোসাদ্দেক, ১৩ রান করা জো কার্টারকে শামীম, ১৪ রান করা নিক কেলিকে মোসাদ্দেক বিদায় করেন।


এই তিনজনের মতো বোল্ড হন ৩১ বলে ৩৪ রান করা জশ ক্লার্ক। তাকে বোল্ড করেন তানভির। এরপর মিচেল হে'র ৩৮, ক্রিস্টিয়ান ক্লার্কের ৩৬ বলে অপরাজিত ৩৯ রানের ইনিংসে আড়াইশ রান পার করে কিউইরা। বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নেন মোসাদ্দেক। দুটি করে উইকেট নেন তানভির, শরিফুল ও শামীম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball