
সাউথ আফ্রিকার পেসারদের চোটের মিছিল, যুক্ত হলেন নরকিয়া
পিঠের চোটে বাংলাদেশ সফরের আগে ছিটকে গিয়েছিলেন নান্দ্রে বার্গার। কদিন আগে চোটে পড়েছেন জেরাল্ড কোয়েতজি, লুঙ্গি এনগিদি, উইয়ান মুল্ডাররা। সাউথ আফ্রিকার পেসারদের চোটের মিছিলে এবার যুক্ত হলেন অ্যানরিখ নরকিয়ার। পায়ের চোটে পাকিস্তানের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন তারকা এই পেসার।