
বাংলাদেশের বিপক্ষে বুমরাহকে বিশ্রাম দেবে না ভারত
এশিয়া কাপ শেষে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে ভারত। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে এশিয়া কাপের সব ম্যাচে জসপ্রিত বুমরাহকে খেলাচ্ছে না ভারত। এখন পর্যন্ত চার ম্যাচের একটিতে বিশ্রামে রাখা হয়েছে তাকে। বাংলাদেশ ম্যাচেও তারকা পেসারকে বিশ্রাম দেয়া হবে কিনা জানতে চাওয়া হয়েছিল রায়ান টেন ডেসকাটের কাছে। ভারতের সহকারী কোচ নিশ্চিত করেছেন, বাংলাদেশের বিপক্ষে তাকে বিশ্রাম দেয়ার সম্ভাবনা খুবই কম।