
ভিলিয়ার্সের ব্যাটিংটা একটু বেশি ফলো করি: শামীম
এবারের বিপিএলটা বেশ ভালোই কাটছে শামীম হোসেন পাটোয়ারির। ১২ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ২৬৬ রান। রানের হিসেবে সংখ্যাটা বেশি বড় না হলেও তার বেশ কিছু ইনিংস ছিল কার্যকরী। সেই সঙ্গে উইকেটের চারপাশে শট খেলার দক্ষতা বিশেষ করে নজরে পড়েছে সবার।