
নাসুমই ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন, দাবি তানজিদের
শেষ ওভারে জয়ের জন্য ২২ রান দরকার ছিল আফগানিস্তানের। হাতে মাত্র ১ উইকেট। সেখান থেকেই ঝড়ো ব্যাটিং করে ১৩ রান তুলে নেন নূর আহমেদ। শেষ বলে আফগান এই ব্যাটারকে নুরুল হাসান সোহানের ক্যাচ বানিয়ে আউট করেন তাসকিন। আর তাতেই ৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।