
ওভালে খেলবেন না বুমরাহ
ভারতের হয়ে ওভালে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে খেলবেন না জসপ্রিত বুমরাহ। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া ম্যাচটির আগে এই পেসারকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআইয়ের মেডিকেল টিম।
ভারতের হয়ে ওভালে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে খেলবেন না জসপ্রিত বুমরাহ। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া ম্যাচটির আগে এই পেসারকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআইয়ের মেডিকেল টিম।
ইংল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ভারত। চার টেস্ট শেষে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। শেষ টেস্ট জিততে না পারলে সিরিজ হাতছাড়া হবে ভারতের। এমন অবস্থাতেই ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং দ্য ওভালের গ্রাউন্ডসম্যান লি ফোর্টিসের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।
আগামী নভেম্বরে শুরু হবে অ্যাশেজ সিরিজ। এরই মধ্যে এই সিরিজ নিয়ে বিভিন্ন আলোচনা শুরু হয়ে গেছে। এবার জানা গেছে ডে-নাইট অ্যাশেজ টেস্টের প্রস্তুতির অংশ হিসেবে প্রাইম মিনিস্টারস একাদশের (পিএম’স ইলেভেন) বিপক্ষে একটি দুই দিনের গোলাপি বলের ম্যাচ খেলবে ইংল্যান্ড দল।
ইংল্যান্ড ও ভারতের মধ্যকার ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে পাকিস্তানের সবুজ জার্সি পরে মাঠে প্রবেশ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন এক দর্শক। নিরাপত্তাকর্মীরা তাকে ওই জার্সি ঢেকে রাখতে বললে তিনি ক্ষুব্ধ হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত স্টেডিয়াম ত্যাগ করেন। ঘটনার তদন্ত শুরু করেছে আয়োজক ক্লাব ল্যাঙ্কাশায়ার।
ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে দুর্দান্ত সেঞ্চুরির মাধ্যমে ভারতের গুরুত্বপূর্ণ ড্র'য়ে বিশাল ভূমিকা রাখেন ওয়াশিংটন সুন্দর। তবে এমন পারফরম্যান্সের পরও জাতীয় দলে তার অনিয়মিত উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন তার বাবা এম সুন্দর। ছেলেকে নিয়মিত সুযোগ না দেয়ায় নির্বাচকদের সমালোচনা করেছেন তিনি।
ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে ইংল্যান্ড সফরের সব টেস্টে খেলবেন না জসপ্রিত বুমরাহ! ডানহাতি পেসারের শরীরের ওপর চাপ কমাতেই বেছে বেছে তিন ম্যাচ খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। সিরিজের প্রথম চার টেস্টের তিনটিতে খেলে নিজের কোটা পূরণ করেছেন বুমরাহ। তবে ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে থাকায় সিরিজে ফিরতে শেষ টেস্টেও খেলানো হতে পারে তাকে। এমন ইঙ্গিতই দিয়েছেন গৌতম গম্ভীর।
ভারতের বিপক্ষে পঞ্চম টেস্টের জন্য ইংল্যান্ডের স্কোয়াডে ডাক পেয়েছেন জেমি ওভারটন। সারের হয়ে সম্প্রতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলেছেন এই ইংলিশ পেসার। ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের স্কোয়াডে এই একটিই পরিবর্তন এনেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ম্যানচেস্টার টেস্টে ঋষভ পান্তের ইনজুরির পর ফের আলোচনায় এসেছে, 'ম্যাচ চলাকালীন গুরুতর চোটে পড়া খেলোয়াড়ের বদলে কাউকে নামানো যাবে কি না'। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস এই ধারণার বিরুদ্ধে সোজাসাপটা অবস্থান নিলেও ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর জানান ইনজুরি রিপ্লেসমেন্ট চালু হওয়া এখন সময়ের দাবি।
ম্যানচেস্টার টেস্টে ইংল্যান্ড জয়ের কাছাকাছি পৌঁছে গেলেও শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বেন স্টোকসদের। ম্যাচের শেষ দিকে নাটকীয় এক পরিস্থিতির সৃষ্টি হয়। ইংল্যান্ড ম্যাচ ড্র করার লক্ষ্যে হাত মেলাতে চাইলেও, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর উইকেট ছেড়ে আসতে রাজি হননি। কারণ তারা দুজনই ছিলেন শতরানের দোরগোড়ায়।
পরপর দুই টেস্টে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন বেন স্টোকস। লর্ডসের পর ম্যানচেস্টারেও সেরা খেলোয়াড় হয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। কিন্তু পুরস্কার পেলেও এবার আর আনন্দ পাননি তিনি। কারণ ম্যাচ জিততে পারেনি তার দল।
সেঞ্চুরি থেকে তখন ১১ রান দূরে রবীন্দ্র জাদেজা! তিন অঙ্ক ছুঁতে আরেক ব্যাটার ওয়াশিংটন সুন্দরের চাই ২০ রান। ম্যানচেস্টার টেস্টের শেষদিনের শেষ বিকেলে তখনো বাকি ১৫ ওভারের খেলা। এমন সময় ওয়াশিংটন ও জাদেজার কাছে গিয়ে হাত মেলাতে চাইলেন বেন স্টোকস। জয়ের সম্ভাবনা না থাকায় ড্র মেনে নিয়েই ইংল্যান্ডের অধিনায়ক এগিয়ে গিয়েছিলেন, সেটা বুঝতে বাকি থাকার কথা নয়। তবে ভারতের দুই ব্যাটারের কেউই হাত মেলালেন না। পরোক্ষণেই আম্পায়ারের কাছে গিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানালেন স্টোকস। তাতেও কাজ হলো না।
চতুর্থ দিনের শেষ বিকেলে থেকেই মাটি কামড়ে উইকেটে পড়েছিলেন শুভমান গিল। প্রথম ইনিংসে ইংল্যান্ডের চেয়ে ৩১১ রানে পিছিয়ে থাকার সঙ্গে রানের খাতা খোলার আগেই ২ উইকেট হারানো ভারতকে উদ্ধার করতে ওমন ব্যাটিংয়ের বিকল্প ছিল না ডানহাতি ব্যাটারের। শেষের দিনের সকালে ১৯২ বলে ৯০ রানে পৌঁছান ভারতের অধিনায়ক। নব্বই ছোঁয়ার পর আবারও সাবধানী হয়ে উঠলেন গিল। সেঞ্চুরি পেতে পরের ১০ রান করলেন ৩৬ বলে।