
‘ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ক্লিক করলে ভারত-অস্ট্রেলিয়া কেউই দাঁড়াতে পারবে না’
ব্যাটিং ভালো হলে বোলিং ভালো হচ্ছে না আবার বোলিং ভালো হওয়ার দিনে ব্যাটিংটা ঠিকঠাক হচ্ছে না বাংলাদেশের। দুটোই যেদিন ভালো হয় সেদিন ফিল্ডিংয়ে প্রত্যাশা মেটাতে পারেন না ক্রিকেটাররা। যার ফলে ওয়ানডে ক্রিকেটে নিজেদের খুঁজে পাচ্ছে না বাংলাদেশ। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে মেহেদী হাসান মিরাজরা সরাসরি খেলতে পারবেন কিনা সেটা নিয়ে সংশয় তৈরি হয়েছে। রিশাদ অবশ্য এসব কিছু একদমই চিন্তা করছেন না। বরং ডানহাতি লেগ স্পিনার জানালেন, তিন বিভাগেই একসঙ্গে জ্বলে উঠতে পারলে বাংলাদেশের সামনে ভারত, অস্ট্রেলিয়ার কেউই দাঁড়াতে পারবে না।