
এবার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে চায় নেপাল
টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের আনন্দে ভাসছে নেপাল। ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯০ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে রোহিত পাওড়েলের দল।
টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের আনন্দে ভাসছে নেপাল। ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯০ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে রোহিত পাওড়েলের দল।
শারজাহতে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৯০ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে নেপাল। ম্যাচটি জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল তারা। এই জয় এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে নেপালের সবচেয়ে বড় সাফল্য।
নিজেদের ক্রিকেট ইতিহাসে বিশাল এক মাইলফলক ছুঁয়েছে নেপাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৯ রানে জিতে নিয়েছে আইসিসির সহযোগী সদস্য দেশটি। এটি নেপালের জন্য টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে প্রথম জয়।
আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস সৃষ্টি করেছে নেপাল। পূর্ণ সদস্য দেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে প্রথমবার অংশ নিয়ে প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে তারা। টি-টোয়েন্টিতে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে হারিয়েছে আইসিসির সহযোগী সদস্য দেশটি।
প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে জায়গা পেলেন যুক্তরাষ্ট্রের সাবেক ক্রিকেটার কারিমা গোরে। সিপিএলে ভালো পারফরম্যান্সের পরই নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছেন এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।
প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ। আগামী সেপ্টেম্বরে তিন ম্যাচের এই সিরিজ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে। ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে হলেও আয়োজক হিসেবে থাকবে নেপাল।