
সাকিবের সঙ্গে আবুধাবি টি-টেন লিগে দল পেলেন সাইফ ও নাহিদ
আবুধাবি টি-টেন লিগে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হয়েছে রয়্যাল চ্যাম্পস। ১৮ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ড্রাফটের আগেই জেসন রয়ের সঙ্গে অ্যাঞ্জেলো ম্যাথিউস ও সাকিব আল হাসানকে দলে নিয়েছে তারা। গ্লোবাল লিজেন্ড ক্যাটাগরিতে বাংলাদেশের সাবেক অধিনায়ককে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। সাকিবের পাশাপাশি টি-টেন লিগের আগামী আসরে খেলবেন বাংলাদেশের আরও দুই ক্রিকেটার।