
ভারতের টি-টোয়েন্টি লিগে নিষিদ্ধ কোহলির সতীর্থ দয়াল
উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইউপিসিএ) সোমবার ভারতীয় পেসার ইয়াশ দয়ালকে আসন্ন উত্তর প্রদেশ টি-টোয়েন্টি লিগে নিষিদ্ধ করেছে। তার বিরুদ্ধে এক নারীর ধর্ষণের অভিযোগ রয়েছে।
উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইউপিসিএ) সোমবার ভারতীয় পেসার ইয়াশ দয়ালকে আসন্ন উত্তর প্রদেশ টি-টোয়েন্টি লিগে নিষিদ্ধ করেছে। তার বিরুদ্ধে এক নারীর ধর্ষণের অভিযোগ রয়েছে।
এশিয়া কাপ শুরু হতে আর এক মাসেরও কম সময় বাকি। তার আগেই ফিটনেস নিয়ে দুশ্চিন্তায় ভারতীয় দল। গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব এখনও পুরোপুরি ফিট নন। ফলে দল ঘোষণায় দেরি হচ্ছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই)।
ওভালে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির পঞ্চম ও শেষ টেস্টে বেশ কয়েকবার স্লেজিংয়ে মেতে ওঠেন ইংল্যান্ড ও ভারতের ক্রিকেটাররা। যা ম্যাচটিতে সৃষ্টি করে বাড়তি উত্তাপ। বেন ডাকেটকে আউট করার পর তার কাঁধে হাত দিয়ে বিদায় জানান আকাশ দীপ। সেই টেস্ট শেষ হওয়ার ছয়দিন পর এ নিয়ে মুখ খুলেন আকাশ।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। সবশেষ আইপিএল চলাকালীন কাছাকাছি সময়ে দুজনে ছেড়েছেন টেস্ট ক্রিকেটও। তবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ভাবনায় ৫০ ওভারের ক্রিকেট খেলছেন তারা দুজন। যদিও গুঞ্জন আছে অস্ট্রেলিয়া সফরের পর ওয়ানডে থেকে অবসর নিতে পারেন কোহলি ও রোহিত। এমন প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক জাগরণ।
ইংল্যান্ড ও ভারতের মধ্যে টেস্ট সিরিজ শেষ হয়ে গেছে প্রায় এক সপ্তাহ আগে। তবে ওভাল টেস্ট শুরুর আগে ঘটে যাওয়া একটি ঘটনা এখনও আলোচনায়। সেই ম্যাচের আগে ভারতের কোচ গৌতম গম্ভীরের সঙ্গে মাঠের কিউরেটর লি ফোর্টিসের বাকবিতণ্ডা হয়। এবার তা নিয়ে মত দিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ম্যাথু হেইডেন।
ভারতের টেস্ট দলের অধিনায়ক শুভমান গিলের লর্ডস টেস্টে পরা সইসহ জার্সি চ্যারিটি নিলামে ৪৫০০ পাউন্ডে বিক্রি হয়েছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় পাঁচ লাখ রুপির বেশি এবং বাংলাদেশি টাকায় সাত লাখ টাকা। ‘রেড ফর রুথ’ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই নিলামে গিলের জার্সিটিই ছিল সর্বোচ্চ দামে বিক্রি হওয়া পণ্য।
২০২৫ সালের এপ্রিলে পেহালগাম হামলার পর আসন্ন এশিয়া কাপে প্রথমবারের মতো ভারত ও পাকিস্তান মুখোমুখি হচ্ছে। দুই দলই রয়েছে একই গ্রুপে। দুটি দলই গ্রুপ পর্বে পেরুতে পারলে সুপার ফোর ও ফাইনালেও মুখোমুখি হতে পারে তারা।
চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে পথচলা শুরু হয় রবিচন্দ্রন অশ্বিনের। মাঝে রাইজিং পুনে সুপারজায়ান্টস, পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলে গত মৌসুমে আবারও চেন্নাইয়ে ফেরেন তিনি। যদিও এক আসরেই চেন্নাইয়ের সঙ্গে নতুন সম্পর্কে ছেদ পড়তে যাচ্ছে ডানহাতি এই অফ স্পিনার। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, আইপিএলের আগামী মৌসুমের আগে অশ্বিনকে ছেড়ে দেয়ার কথা ভাবছে চেন্নাই।
প্রথমবারের মতো আইপিএল জিতে শিরোপা উদযাপন করতে গিয়ে বিপাকে পড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু ও অন্তত ৭০ জন আহত হওয়ার ঘটনার জেরে আগামী মৌসুমে নিজেদের মাঠে খেলার অনুমতি নাও পেতে পারে তারা। বিরাট কোহলিদের সেই ভুলে বদলে যেতে পারে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশ্বকাপের ম্যাচও। এমনটাই জানিয়েছে ক্রিকবাজ।
সহকারী কোচ হিসেবে বিশ্বকাপ জিতলেও প্রধান কোচের দায়িত্ব নিয়ে ২০১১ বিশ্বকাপকে অস্ট্রেলিয়াকে জেতাতে পারেননি টিম নিয়েলসেন। বিশ্বকাপ জিততে না পারায় অস্ট্রেলিয়ার চাকরি ছাড়তে হয় রিকি পন্টিং, মাইকেল ক্লার্ক, শেন ওয়াটসনদের সাবেক কোচকে। সেই নিয়েলসেনকে আবারও ফিরিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে এবার অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল নিয়ে কাজ করবেন তিনি।
ভারতের বিপক্ষে অভিষেকেই জসপ্রিত বুমরাহকে এলোমেলো করে এক ওভারে ১৮ রান নিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন স্যাম কনস্টাস। খেলেছিলেন ৬০ রানের ইনিংসও। তবে পরের নিজের ৯ টেস্ট ইনিংসে পঞ্চাশ ছুঁতে পারেননি একটিতেও। অ্যাশেজের আগে টেস্ট দলে জায়গায় হারানোর শঙ্কায় ডানহাতি এই ওপেনার। এমন অবস্থায় ২০২৭ বোর্ডার-গাভাস্কার ট্রফির ভাবনায় অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে খেলতে কনস্টাসকে ভারত পাঠাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
আইপিএলের নতুন মৌসুমের নিলামের আগে স্বাভাবিকভাবেই বিভিন্ন ক্রিকেটারের দল ছাড়ার খবর ছড়িয়ে পড়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে। সবশেষ কয়েক সপ্তাহে দল ছাড়ার খবরে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাঞ্জ স্যামসন। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রাজস্থান রয়্যালস ছাড়তে চান ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক। যদিও স্যামসনের ফ্র্যাঞ্চাইজি বদলের খবরটি স্রেফ গুঞ্জন হিসেবেই বিবেচনা করা হচ্ছিল। তবে ইএসপিএন জানিয়েছে, সত্যিকার অর্থেই রাজস্থান ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এমনকি ফ্র্যাঞ্চাইজিকে নিজের সিদ্ধান্তের কথাও জানিয়ে দিয়েছেন স্যামসন।