সাক্ষাৎকার

ফর্মের কোন নিশ্চয়তা নেইঃ লিটন

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 20:20 সোমবার, 02 এপ্রিল, 2018

চলতি ঢাকা প্রিমিয়ার লীগে সব ম্যাচ খেলা হয়নি প্রাইম দোলেশ্বরের উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাসের। ভালো ফর্ম নিয়ে ডিপিএল শুরু করলেও মাঝপথে বাংলাদেশ দলের হয়ে গিয়েছেন নিদাহাস ট্রফিতে।ফ

সেখানেও ফর্ম ধরে রেখেছেন। শ্রীলংকার বিপক্ষে টাইগারদের বাঁচা মরার ম্যাচ নজরকাড়া ইনিংস খেলেছেন। ছিলেন টাইগারদের ঐতিহাসিক সেই জয়ের অন্যতম ভাগীদার। নিদাহাস ট্রফি জিতে দেশে ফিরতে না পারলেও ঠিকই সেই ফর্ম নিয়ে দেশে ফিরেছেন।

দেশে ফিরে আবারও মাঠে নেমে খেলে যাচ্ছেন প্রাইম দোলেশ্বরের হয়ে। দলকে চ্যাম্পিয়ন করতে না পারলেও নিজের ব্যক্তিগত পারফর্মেন্স দিয়ে আলো ছড়াচ্ছেন প্রতিনিয়ত। 

চলতি ডিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচে ডানহাতি এই ব্যাটসম্যান রান করেছেন ৫৩২। ৬৬.৫০ গড়ে রান করা লিটন এখন আছেন সেরা ১০ ব্যাটসম্যানদের মধ্যে। তবে তিনি মনে করেন মাঝের কয়েকটি ম্যাচ মিস না করলে সেরা পাঁচের মধ্যে থাকতে পারতেন তিনি।

চলতি ডিপিএলে তিনটি শতক এবং একটি অর্ধশতক হাঁকানো এই ব্যাটসম্যান সম্প্রতি কথা বলেছেন ক্রিকফ্রেঞ্জির সাথে। জানিয়েছেন নিজের ব্যক্তিগত লক্ষ্য, ফর্ম এবং আসন্ন সিরিজ গুলো নিয়ে তার পরিকল্পনা।

ক্রিকফ্রেঞ্জির পাঠকদের জন্য তার ছোট সাক্ষাতকারটি তুলে ধরা হলঃ

চলতি ডিপিএলে আপনার ব্যাক্তিগত লক্ষ্য পূরণ করতে পেরেছেন?

প্রিমিয়ার লীগ পুরোটা খেলতে পারিনি। লক্ষ্য ছিল পুরো লীগ খেলতে পারলে সেরা পাঁচ ব্যাটসম্যানের মধ্যে থাকার। অনেক ম্যাচ খেলতে পারিনি তাই হয়নি। তবে যতটুক খেলতে পেরেছি আমার ব্যক্তিগত পারফর্মেন্সে আমি সন্তুষ্ট। আরও ম্যাচ আছে চেষ্টা থাকবে সেগুলোতে ভালো করার।

বাকি যে কয়টা ম্যাচ আছে সেগুলো নিয়ে আপনার পরিকল্পনা কি?

যে কয়টা ম্যাচ বাকি আছে লক্ষ্য থাকবে একশ করার। আসলে দলের যতটুক প্রয়োজন অতটুক পর্যন্ত খেলতে পারলেই পারলেই হল।

এখন পর্যন্ত ডিপিএলে নিজের পারফর্মেন্স নিয়ে সন্তুষ্ট আপনি? 

যে কয়টা ম্যাচ খেলেছি সবগুলোতেই মোটামোটি ভালোই খেলেছি। আরও ভালো হত, কিন্তু হয়নি। বলতে গেলে পারফর্মেন্সে সন্তুষ্ট আমি।

নিদাহাস ট্রফি এবং ডিপিএলে যেমন ফর্মে আছেন, সেই ফর্ম নিয়েই কি আফগানদের বিপক্ষে সিরিজে খেলতে চান না আরও পরিণত হয়ে খেলতে চান? 

আসলে ফর্ম কখন ভালো হবে কখন খারাপ হবে কেউ তো বলতে পারেনা। আপাতত ডিপিএল খেলতেসি এটা নিয়েই চিন্তা করছি। আফগানিস্তান সিরিজ নিয়ে এখনও কিছু ভাবছিনা।

জুনে উইন্ডিজ ট্যুর আছে বাংলাদেশ দলের, এছাড়াও যুক্তরাষ্ট্রে প্রথম বারের টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। এই সফরটাকে বাংলাদেশ দলের জন্য কেমন গুরুত্বের সাথে দেখছেন?

সফরটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। লক্ষ্য থাকবে সুযোগ পেলে পারফর্ম করা। এছাড়াও দলীয় ভাবে লক্ষ্য থাকবে সব ম্যাচ যেন জিতে আসতে পারি।