ঢাকা প্রিমিয়ার লীগ ২০১৭-১৮

সুপার সিক্স নিশ্চিত বর্তমান চ্যাম্পিয়নদের

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 17:31 রবিবার, 18 মার্চ, 2018

আজ ডিপিএলের ৬১ তম ম্যাচে ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবকে ৪ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন গাজি গ্রুপ ক্রিকেটার্স। এই জয়ে সুপার সিক্সে জায়গা করে নিল দলটি। 

বর্তমানে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে তারা।  এদিন প্রথমে ব্যাট করে গাজী গ্রুপকে মাত্র ১৮৭ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।

দোলেশ্বরকে এত কম রানে বেঁধে ফেলার পেছনে মুখ্য ভূমিকা পালন করেছেন গাজি গ্রুপের পাকিস্তানি রিক্রুট ফাওয়াদ আলম এবং ১৯ বছর বয়সী বা হাঁতি স্পিনার টিপু সুলতান। 

১০ ওভারে মাত্র ৩৯ রানে ৩ উইকেট শিকার করেছেন ফাওয়াদ। অপরদিকে ৩৩ রানে ২ উইকেট নিয়েছেন টিপু। এছাড়াও ১টি করে উইকেট পেয়েছেন মেহেদি হাসান, কামরুল ইসলাম রাব্বি এবং নাইম হাসান। আর বোলারদের সম্মিলিত প্রচেষ্টাতেই দোলেশ্বরকে অল্প রানে আটকাতে পেরেছে জহুরুল ইসলামের গাজি গ্রুপ দলটি।

প্রাইম দোলেশ্বরের পক্ষে ফজলে মাহমুদ ছাড়া আর কেউ হাফসেঞ্চুরির দেখা পাননি। তাঁর ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৬৫ রান। এছাড়াও দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেছেন মার্শাল আইয়ুব। আর ওপেনার ইমতিয়াজ হোসেনের ব্যাট থেকে এসেছে ২৪ রান। বাদবাকি ব্যাটসম্যানদের কেউই উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেননি। ফলে ৯ উইকেটে মাত্র ১৮৬ রানে থামে দোলেশ্বরের ইনিংস। 

১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতি উইকেট হারালেও ওপেনার মেহেদি হাসানের ৫৯ এবং পাকিস্তানী রিক্রুট ফাওয়াদ আলমের ৪৬ রানের উপর ভর করে ৪ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দলটি। 

তবে এদিন বল হাতে তান্ডব চালিয়েছেন প্রাইম দোলেশ্বরের পাকিস্তানী রিক্রুট জোয়েব খান। ৩৪ রান দিয়ে গাজী গ্রুপের ৫ ব্যাটসম্যানের উইকেট একাই তুলে নিয়েছেন তিনি। 

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব-

ইমতিয়াজ হোসেন, আবু সায়েম, ফজলে মাহমুদ, মার্শাল আইয়ুব, ফরহাদ হোসেন, জোয়েইব খান, শরিফুল্লাহ, শাহানুর রহমান, ফরহাদ রেজা (অধিনায়ক), আরাফাত সানি, সালাউদ্দিন শাকিল।

গাজি গ্রুপ ক্রিকেটার্স-

জহুরুল ইসলাম (অধিনায়ক), মমিনুল হক, নাদিফ চৌধুরী, মেহেদি হাসান, আসিফ আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, জাকের আলি, নাইম হাসান, ইয়াসিন আরাফাত, টিপু সুলতান, ফাওয়াদ আলম।