নিদাহাস ট্রফি

পাশে দাঁড়ান, উৎসাহ দিন, ফল আসবেই

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 14:25 রবিবার, 18 মার্চ, 2018

আজ ফাইনাল, অনেককেই বলতে শুনলাম 'পারবেনা' বাংলাদেশ... আবার অনেকেই বলছেন ফাইনালে উঠেছে এটাই অনেক... আচ্ছা ঠিকআছে বুঝলাম... ছোট বেলা থেকেই দেখে এসেছি ভারত বা পাকিস্তানকে পেলে স্নায়ু চাপ ধরে রাখতে পারেনা বাংলাদেশ। ঘটনা সত্য।

কিন্তু ২০১২,১৫, ১৬ বা ১৭ তে যা হয়েছে তা যে ২০১৮ তেও হবে কোন কথা তো নাই তাইনা? আমাদের দেশের জনসংখ্যা ১৬ কোটির উপর, ক্রিকেট প্রেমীর সংখ্যা হবে ৭ থেকে ১০ কোটি।

আর বাংলাদেশের প্রতি ঘরেই আছেন একজন করে কোচ যিনি ডাগ আউটে না বসে থেকেও নিজের সোফায় বসে এসি ছেড়ে বা টংয়ের দোকানে বসে নেতিবাচক মন্তব্য অথবা সমালোচনা করে থাকেন।

এখন কথা হলো আচ্ছা ভাই আমরা কি একটু বড় স্বপ্ন দেখতে পারিনা? ফাইনালে উঠেছি এটাই অনেক, ভারতের সাথে পারবো না ভাই!-- এসব না বলে আসেন ভাই আস্তে করে দোকান থেকে গ্রিল চিকেন আর পরটা কিনে ড্রয়িং রুমের সোফায় ফ্যামিলির সাথে বসে খেলাটা দেখি। দেখুন আগে কি হয়? কি করে বাংলাদেশ।

পারবেনা, হবেনা বলে কোন কিছু নেই দুনিয়াতে। মাহমুদুল্লাহ রিয়াদ তো ২ বছর আগে পারেনি বাংলাদেশকে জেতাতে। কিন্তু ২ বছর পর তো সে ঠিকই নিদাহাস ট্রফি ফাইনালে নিয়ে গেল বাংলাদেশকে। সেবার ছিল গ্রুপ পর্ব এবার সোজা ফাইনাল।

তাহলে কি বলা যায় যে হয়তো ওইদিন হেরেছিল বিধায় আজ এমন পরিস্থিতিতে শিখতে পেরেছে বাংলাদেশ? হ্যা অবশ্যই যায়। কিন্তু আমরা বাঙ্গালী জাতি খুব অল্পতেই খুশি হই। বড় কিছুর আশা করতে গেলে স্বপ্ন ভঙ্গের ভয় পাই আমরা। কিন্তু বড় হোক আর ছোট স্বপ্ন আর আশা দুটোই ভাঙ্গলে মনের কোনায় কষ্ট লাগে। হয়তো রাতে ঘুমাতেও পারেননা অনেকে।

তাই বলছি আজ সব ঝেড়ে ফেলুন। হারি জিতি সেটা পরের কথা। আগে ইতিবাচক ভাবে সেই ১১ জনকে সাপোর্ট দেই যে তোমরা পারবে। আমাদের বিশ্বাস একবার পারি নি , ১০বার পারি নি শততম বারে গিয়ে পারবো। একবার না একবার পারবোই আমরা জিততে।

আবার এই একবার পারলে যে আমরা আনন্দে সব ভুলে যাবো তা কিন্তু নয়। ঠিক যখন আবার হারবো তখন ঠিকই সেই স্মৃতি টেনে আনবো। সাকিব আঙ্গুলের ব্যাথা নিয়ে দেশের জন্য খেলছে। অনেকেই বলেছে এর আগে যে সে স্বার্থপর। হ্যাঁ সে স্বার্থপর, নিজের জন্য স্বার্থপর, সে খেলতে চায় তাই সে স্বার্থপর।

তবে সাকিবের মতো ঘাড়ত্যাড়া মানুষ থাকার কারণেই আজ এই উচ্চতায় চলে এসেছে বাংলাদেশ। সাকিবের কারণেই দিন শেষে আজ আমরা নির্ভার হয়ে টাইগারদের সাপোর্ট করি। জেতার পর আনন্দ করি, হারলে কষ্ট লাগে তারপরও উৎসাহ দেই।

এবার বাংলাদেশের কাছে প্রত্যাশা থাকছে নিদাহাস জিতে আসুক তারা। দেখিয়ে দিক ক্রিকেট বিশ্বকে আরো একবার নিজেদের সামর্থ্য। টি-টুয়েন্টিতে উন্নতি করার যাত্রাটা কলম্বো দিয়েই শুরু হোক টাইগারদের।