Connect with us

ঢাকা প্রিমিয়ার লীগ

শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে মাশরাফিরা


প্রকাশ

:


আপডেট

:

ছবি :

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আজকের ম্যাচে ফতুল্লাহর খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে নাসির হোসেনের আবাহনী লিমিটেড এবং শুভাগত হোমের শাইনপুকুর ক্রিকেট ক্লাব। এদিন সকাল ৯টায় শুরু হওয়া এই ম্যাচে প্রথমে টসে জিতে আবাহনীকে ব্যাটিংয়ে পাঠান শাইনপুকুরের অধিনায়ক শুভাগত। 

ব্যাটিং করতে নেমে ৩০ রানের মাথায় ওপেনার আনামুল হক বিজয়কে আফিফ হোসেনের হাতে ক্যাচ বানিয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন শাইনপুকুরের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। তবে এরপরেই নাজমুল হোসেন শান্ত এবং সাইফ হাসানের ব্যাটে দারুণভাবে এগিয়ে যেতে থাকে নাসির-মাশরাফিদের আবাহনী। 

সাইফ এবং শান্ত ১৮৫ রানের একটি বাম্পার জুটি গড়েন। তবে দলীয় ২১৫ রানের সময় বোলিংয়ে এসে বিকল্প ফিল্ডার শাহেদ আদনান হাতে ক্যাচ বানিয়ে সাইফকে আউট করে দেন নাইম ইসলাম জুনিয়র।আর এরই সাথে দুর্দান্ত এই জুটিটি ভাঙ্গে। ৯৪ রান করে সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়তে হয়েছে সাইফকে।

তবে সাইফ ফিরলেও দারুণ দায়িত্বশীল ব্যাটিং করে দলকে সেঞ্চুরি তুলে নেন শান্ত। বর্তমানে ১০০ রান নিয়ে ব্যাটিং করছেন তিনি। অপরদিকে নতুন ক্রিজে আসা ব্যাটসম্যান অধিনায়ক নাসির হোসেন অপরাজিত আছেন ২১ রান নিয়ে। আর এই রিপোর্ট লেখা পর্যন্ত আবাহনীর স্কোর দাঁড়িয়েছে ২ উইকেটে ২৪১ রান (৪২ ওভার)।

আবাহনী লিমিটেড- 

আনামুল হক বিজয়, সাইফ হাসান, নাজমুল হাসান শান্ত, নাসির হোসেন (অধিনায়ক), মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মানান শর্মা, মাশরাফি বিন মর্তুজা, সানজামুল ইসলাম, আরিফুল ইসলাম সবুজ, সন্দ্বীপ রয়। 

শাইনপুকুর ক্রিকেট ক্লাব- 

সাদমান ইসলাম, মিনহাজ খান, মোহাম্মদ সজিব হোসেন, ফরহাদ হাসান অনি, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, শুভাগত হোম (অধিনায়ক), মোহাম্মদ সাইফুদ্দিন, তৌহিদ তারেক, রায়হান উদ্দিন, নাইম ইসলাম জুনিয়র। 

সর্বশেষ

২ এপ্রিল, রবিবার, ২০২৩

ভারতের ক্রিকেটের সেই ‘নায়ক’ আর নেই

২ এপ্রিল, রবিবার, ২০২৩

ফরহাদ-হাসানের নৈপুণ্যে শাইনপুকুরের জয়

২ এপ্রিল, রবিবার, ২০২৩

অনেকেই চেয়েছিল আমি ব্যর্থ হই: মরিস

২ এপ্রিল, রবিবার, ২০২৩

দিল্লির ফিল্ডারদের আরও ক্ষিপ্র হতে বলছেন পন্টিং

২ এপ্রিল, রবিবার, ২০২৩

সুপার ওভারের নাটকীয় ম্যাচে লঙ্কানদের জেতালেন আসালঙ্কা

২ এপ্রিল, রবিবার, ২০২৩

পাকিস্তান সফরে নিউজিল্যান্ডের সহকারী কোচ মুশতাক

২ এপ্রিল, রবিবার, ২০২৩

মুস্তাফিজবিহীন দিল্লির ম্যাচে ওয়ার্নার কেবল ব্যবধানই কমালেন

১ এপ্রিল, শনিবার, ২০২৩

বিসিবি যেভাবে চেয়েছে সেভাবেই এনওসি পেয়েছি: সাকিব

১ এপ্রিল, শনিবার, ২০২৩

ইয়াসিরের ৯৬ রানে ভর করে প্রাইম ব্যাংকের বড় জয়

১ এপ্রিল, শনিবার, ২০২৩

হার দিয়ে আইপিএল শুরু কলকাতার

আর্কাইভ

বিজ্ঞাপন