নিদাহাস ট্রফি

এবার পারবে তো বাংলাদেশ?

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 17:28 শনিবার, 17 মার্চ, 2018

রবিবার নিদাহাস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে টাইগারদের সামনে সুযোগ থাকছে প্রথম বারের মতো কোন ত্রিদেশীয় সিরিজ জিতে নেয়ার।

এদিকে এর আগে বেশ কয়েকবার নকআউট ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে কোন বারই ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ দল।

২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে ১০৯ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় বাংলাদেশ দল। সেবার অবশ্য বিশ্বকাপ থেকে বাদ পড়ার পাশাপাশি নো-বল বিতর্ক এবং আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হয় টাইগাররা।

এরপরের বার ২০১৬ সালের এশিয়া কাপের বৃষ্টি বিঘ্নিত ফাইনালে ভারতের কাছে ৮ উইকেটে হেরে রানার্স আপ হয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশ দলকে।

একই মাসে আরও একটি স্বপ্নভঙ্গের শিকার হয় মাশরাফি বাহিনী। সেবার টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের ভুলে মাত্র ১ রানে হেরে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিতে পারেনি লাল-সবুজের দলটি। 

আর শেষ বার ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বাংলাদেশের সামনে সুযোগ ছিল বৈশ্বিক কোন আসরের ফাইনালে উঠার। কিন্তু সেমিফাইনালে ভারতের কাছে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে ভারত।

আর বিগত ৩ বছরের মধ্যে পঞ্চম বারের মত কোন নক আউটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং ভারত। তবে এবার কি পারবে বাংলাদেশ ভারতকে হারিয়ে শেষ হাসি হাসতে?