আইপিএল ২০১৮

'সাকিব-ওয়ার্নারদের-শক্তি-বাড়াবে'

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 15:10 শুক্রবার, 16 মার্চ, 2018

২০১৬ সালের আইপিএল চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ আপিএলের ১১তম আসরে দল সাজানোর দিক দিয়ে অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি। ১১তম আসরের জন্য অনুষ্ঠিত ক্রিকেটারদের নিলাম থেকে তারকা এবং তরুণ ক্রিকেটারদের দলে ভিড়িয়ে পূর্ণ শক্তির দল বানিয়েছে তারা।

আর নিলাম টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকেও দলে ভেড়ায় তারা। এর আগে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে সাত মৌসুম খেলা সাকিবকে দলে পেয়ে হায়দ্রাবাদ কর্তৃপক্ষ আগেই জানিয়েছিলো যে তারা দারুণ উচ্ছ্বসিত। 

ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং তিন বিভাগ মিলিয়ে আসন্ন আসরের অন্যতম শক্তিশালী দল হায়দ্রাবাদ। তবে বোলিংয়ের দিক দিয়ে ডেভিড ওয়ার্নার বেশী সুবিধা পাবেন বলে জানিয়েছেন ভারতের সাবেক ওপেনার আকাশ চোপড়া।

সাবেক এই ওপেনার মনে করেন সাকিব দলে থাকায় বোলিংয়ে ভেরিয়েশন আনতে পারবেন অধিনায়ক ওয়ার্নার। নিজের ইউটিউব চ্যানেল আকাশ ভানি ব্লগে এসব নিয়ে কথা বলেন তিনি। সাবেক এই ওপেনার জানান,  

'হায়দ্রাবাদে আগে নেহরা আর ভুবনেশ্বর ছিল। এখন তার কাছে রশিদ খান আছে, ভুবনেশ্বর কুমার আছে পাশাপাশি বিদেশী আরও শক্তি তিনি দলে নিয়েছেন যেমন সাকিব আল হাসান। বোলিংয়ে সাকিবের সঙ্গে মোহাম্মদ নবীকেও পাবে সে।'