নিদাহাস ট্রফি

দলের সাথে যোগ দিলেন সাকিব

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 19:04 বৃহস্পতিবার, 15 মার্চ, 2018

নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে শুক্রবার অঘোষিত সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। আর এই ম্যাচে আঙ্গুলের ইনজুরি থেকে ফিরে মাঠে নামতে যাচ্ছেন টাইগারদের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ইতিমধ্যে আজ বিকেলের ফ্লাইটে কলম্বোতে উড়ে গিয়েছেন সাকিব বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে আগামীকালের ম্যাচেও খেলতে নামবেন তিনি। সেক্ষেত্রে অধিনায়ক হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদের পরিবর্তে সাকিবকেই অধিনায়কত্ব করতে দেখা যেতে পারে।

এদিকে সাকিব আসলেই খেলতে পারবেন কিনা সেটি তাঁর নিজের ওপরেই ছেড়ে দিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। তিনি বলেছেন,

'ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে সমস্যা না হওয়া আর ম্যাচ ফিটনেস কিন্তু এক কথা নয়। সাকিব নিজেই ভালো বলতে পারবেন তার ম্যাচ ফিটনেস কতটা। প্রায় পৌনে দুই মাস খেলার বাইরে থেকে হুট করে নামার মত শারীরিক সক্ষমতা তার এসেছে কি না, সেটা সাকিবই ভালো বলতে পারবে, সে নিজেকে ফিট মনে করলে অবশ্যই খেলবে।’

সাকিব যে খেলার জন্য ইতিমধ্যে ফিট হয়েছেন সেটিও জানিয়ে দিয়েছেন দেবাশিষ। তাঁর ভাষায় আলাদাভাবে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করতে সাকিবের কোন সমস্যা হচ্ছে না। যেহেতু তার কোন অভিযোগ নেই, তাই আমরা মনে করছি সে খেলার মত অবস্থায় আছে।