নিদাহাস ট্রফি

অর্ধশতকের দ্বারপ্রান্তে 'উইকেটরক্ষক' মুশফিক

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 18:10 বৃহস্পতিবার, 15 মার্চ, 2018

শ্রীলঙ্কার বিপক্ষে নিদাহাস ট্রফিতে ঐতিহাসিক জয়ে মুখ্য ভূমিকা ছিলো টাইগারদের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের। মাত্র ৩৫ বলে ৭২ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছিলেন তিনি।

এরপর ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচেও ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন মুশফিক। এবারও অপরাজিত ছিলেন ৭২ রানে। এরই সাথে টানা দুই ম্যাচে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ভারতের বিপক্ষে টি টোয়েন্টিতে হাফসেঞ্চুরি হাঁকালেন মুশফিক।

শুধু তাই নয় এরই সাথে সাকিব এবং তামিমের পর টানা দুই ম্যাচে ফিফটি করার কীর্তি গড়েছেন তিনি।  এবার আরো দুটি অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন মুশফিক।

শ্রীলঙ্কার বিপক্ষে শুক্রবার নিদাহাস ট্রফিতে ব্যাট হাতে আর মাত্র ২৫ রান করতে পারলেই টি টোয়েন্টি ক্রিকেটে সাকিব এবং তামিমের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে এক হাজার রান করার কীর্তি গড়বেন মুশি।

শুধু ব্যাটসম্যান মুশফিকই নয়, উইকেটরক্ষক মুশফিকও দাঁড়িয়ে আছেন আরেকটি দারুণ রেকর্ডের সামনে। লঙ্কানদের বিপক্ষে আর মাত্র দুটি ডিসমিসাল করতে পারলেই ৫০ ডিসমিসালের মালিক হবেন তিনি।